আমাদের কথা খুঁজে নিন

   

মস্ত ছিল ভুল

ছন্নছাড়া মানুষ আমি মস্ত ছিল ভুল সাপ মেরে লেজ না পোড়ানো মস্ত ছিল ভুল চারটি দশক গোনে গোনে দিচ্ছি সে মাশুল। একাত্তরের কালনাগিনীর আধমরা সে লেজ লাই পেয়ে পায় পঁচাত্তরে ছোবল মারার তেজ। রক্ত খেয়ে দুধকলা পায় দুষ্টে মিলায় হাত ফণা তুলে উদ্যত আজ পুষ্ট বিষের দাঁত। জাগ রে মানুষ জাগ রে এবার আর তো সময় নাই কেউটে মেরে লেজ পুড়িয়ে করতে হবে ছাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।