আমাদের কথা খুঁজে নিন

   

সামনে এসে দাঁড়ালো এক মস্ত বড় ভূত!

বউটুবান

বাজার থেকে ফিরছি গভীর রাতে অন্ধকারে কেউ ছিল না সাথে গভীর বনের সরু পথটি ধরে হাঁটছি একা দোয়া-দরুদ পড়ে লোমগুলো সব দাঁড়িয়ে গেল ডরে পেছন দিকে তাকাই বারে বারে। হঠাৎ দেখি নড়ছে গাছের মাথা হাওয়া ছাড়াই পড়ছে লতা-পাতা ওই যে লম্বা তাল গাছটার ডগায় কান্না-হাসির আওয়াজ পাওয়া যায় সাহস করে দিলাম জোরে হাঁটা কে যেন রে ধরলো চেপে পা-টা ভাবছি হয়তো হবে লতা-পাতা ছমছমিয়ে উঠলো আমার গা-টা। গরম হাওয়া বইছে এলো মেলো শরীর ঘেষে কে যেন কে গেল! অন্ধকারে যায় না কিছু দেখা ভয়ে আমি কাপছি ভীষণ একা। কে যেন সামনে এসে বাড়িয়ে দিল হাত অন্ধকারে দেখছি, একি? লম্বা দুটি দাঁত কেরে তুই! কে? নাকি, মজিদ কাকার পুত? সামনে এসে দাঁড়ালো এক মস্ত বড় ভূত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.