আমাদের কথা খুঁজে নিন

   

হকিং ও সার্নের সর্বোচ্চ অর্থমূল্যের পুরস্কার জয়

বিশ্বের সবচেয়ে দামি বিজ্ঞান পুরস্কারে ভূষিত হয়েছেন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং ও বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞান গবেষণাগার সার্ন। ব্ল্যাকহোল বিকিরণ নিয়ে কাজের জন্য হকিং এবং হিগস-বোসন সংক্রান্ত গবেষণার জন্য সার্ন এই পুরস্কার পেয়েছে। রাশিয়ার মিলনার ফাউন্ডেশন মঙ্গলবার এই পুরস্কারের কথা ঘোষণা করে। ‘ফান্ডামেন্টাল ফিজিক্সপ্রাইজ’ নামের এই পুরস্কারের অর্থমূল্য ৩০ লাখ ডলার। এই পরিমাণ অর্থ নোবেল পুরস্কারের জন্য দেয়া অর্থের দ্বিগুণেরও বেশি।

আগের বছরগুলোতে নোবেল পুরস্কারের জন্য ১৫ লাখ ডলার দেয়া হলেও চলতি বছর থেকে পুরস্কারের অর্থমূল্য কমিয়ে ১২ লাখ ডলার করা হয়েছে। এক সময়ের পদার্থবিজ্ঞানী ও পরবর্তী সময়ের সফল উদ্যোক্তা রাশিয়ান ধনকুবের ইউরি মিলনার ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা। অগ্রবর্তী বিজ্ঞানীদের মূল্যায়নে বর্তমান বিশ্ব ব্যর্থ হচ্ছে এমন ধারণা থেকে, বিজ্ঞানী ও বিজ্ঞান প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়নের জন্য, চলতি বছর ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি এই পুরস্কার প্রবর্তন করার সিদ্ধান্ত নেন। ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর থেকে কীভাবে বিকিরণ নির্গত হয় তার ব্যাখ্যা দেয়ার জন্য এবং মহাকর্ষের কোয়ান্টাম সূত্রায়ন গবেষণায় গভীর অবদান ও প্রাথমিক মহাবিশ্বের কোয়ান্টাম বলবিদ্যার সঙ্গত বর্ণনা দেয়ার জন্য বিজ্ঞানী হকিংকে এই পুরস্কার দেয়া হয়েছে বলে ফাউন্ডেশন প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে। কৃষ্ণগহ্বর থেকে নির্গত বিকিরণকে হকিংয়ের নামানুযায়ী ‘হকিং বিকিরণ’ বলা হয়।

হকিং রয়টার্সকে বলেছেন, ‘পুরস্কার পাওয়ার আশায় পদার্থবিজ্ঞানীরা গবেষণা করে না, আগে জানা নেই এমন কিছু আবিষ্কারের আনন্দ পাওয়ার জন্যই গবেষণা করে। তারপরও পুরস্কার বিজ্ঞানে অবদানের জন্য বিজ্ঞানীদের স্বীকৃতি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’ গার্ডিয়ান সংবাদপত্রে পাঠানো এক ইন্টারনেট বার্তায় তিনি জানিয়েছেন, এই পুরস্কার পাওয়ায় তিনি ‘গভীর অনুপ্রেরণা ও সম্মানিত বোধ করছেন’। প্রায় অর্ধ শতাব্দী আগে প্রাথমিক কণিকাদের ভর সরবরাহকারী হিসেবে তাত্ত্বিকভাবে কল্পিত হিগস বোসনের মতো একটি প্রাথমিক কণিকা আবিষ্কার করায় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান সার্নের গবেষকদেরও একই পুরস্কার দেয়া হয়। এই পুরস্কারটি বাবদ প্রাপ্ত অর্থ সার্নের ওই গবেষণায় নেতৃত্ব দেয়া সাতজন বিজ্ঞানী ভাগ করে নেবেন।

২০১৩ সালের ৩০ মার্চ সুইজারল্যান্ডের সার্ন (ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ) গবেষণাগারে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারটি দেয়া হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.