আমাদের কথা খুঁজে নিন

   

অভিনয় করলেন স্টিফেন হকিং

www.eboimela.com বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বৈজ্ঞানিক স্টিফেন হকিং এবার অভিনয়ে নামলেন। সম্প্রতি তিনি মার্কিন টিভি শো ‘দ্য বিগ ব্যাং থিওরি’তে একটি বিশেষ পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন। ব্রিটিশ তাত্ত্বিক এই পদার্থবিদ শোতে নিজ চরিত্রেই অভিনয় করেছেন। অবশ্য তার পর্দা উপস্থিতি থাকছে সীমিত সময়ের জন্যই। ‘দ্য বিগ ব্যাং থিওরি’র প্রযোজক বিল প্র্যাডি জানিয়েছেন, আমাদের শোয়ের বৈশিষ্ট্যই হল অতিথি হিসেবে বিশেষ বিশেষ ব্যক্তিদের নিয়ে আসা।

অনেকটা মজা করেই একবার বলেছিলাম আগামী চমক হিসেবে আমরা স্টিফেন হকিংসকে নিয়ে আসার স্বপ্ন দেখি। কিন্তু এটা ছিল প্রায় অসম্ভব ব্যাপার। বিষয়টা অনেকটা পৃথিবীতে বসে দূর কোনো নক্ষত্রের দৃশ্য ধারণ করার মতোই। আমরা কীভাবে আমাদের শোতে স্টিফেন হকিংকে পেলাম, সেটা আমাদের কাছেও অপার একটি বিস্ময়। শুধু বিস্ময়করই নয়, এটাকে রীতিমতো রহস্যময় ঘটনাও বলা যায়, যার সমাধান কেবল স্টিফেন হকিংই দিতে পারেন।

শুটিংয়ে তিনি ছিলেন সপ্রতিভ। ওয়ার্নার ব্রাদার্স প্রডাকশনের ‘দ্য বিগ ব্যাং থিওরি’ টিভি শোটি যাত্রা শুরু করেছিল ২০০৭ সালে। যুক্তরাষ্ট্রের সিবিএস নেটওয়ার্কে এটি প্রচারিত হচ্ছে। এই সবচেয়ে জনপ্রিয় অংশ হল বিজ্ঞান ভিত্তিক নাট্যপর্ব। আগামী এপ্রিল মাসের শুরুতে হকিংসকে নিয়ে তৈরি করা পর্বটি প্রচার করা হবে।

স্টিফেন উইলিয়াম হকিংয়ের জন্ম ১৯৪২ সালের ৮ জানুয়ারি। সিএইচ, সিবিই, এফআরএস ও পিএইচডি ডিগ্রিধারী এই প্রতিভাবান বিজ্ঞানীকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক (স্যার আইজ্যাক নিউটনও একসময় এই পদে ছিলেন) এবং কেমব্রিজের গনভিলি এবং কেয়াস কলেজের ফেলো হিসেবে কাজ করছেন। মোটর নিউরন রোগ এএলএস বা এমায়োট্রফিক ল্যাটারাল সেক্লরোসিসে আক্রান্ত স্টিফেন হকিং। ১৯৮৫ সালে বাকশক্তি হারান তিনি।

বর্তমানে পুরোপুরি প্যারালাইসিসে আক্রান্ত হলেও তাঁর গবেষণা কার্যক্রম সাফল্যের সঙ্গেই চালিয়ে যাচ্ছেন শতাব্দীর প্রখ্যাত এই তাত্ত্বিক পদার্থবিদ। হকিং প্রথম অনিশ্চয়তার তত্ত্ব ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তে প্রয়োগ করে দেখান যে ব্ল্যাক হোল থেকে বিকিরিত হচ্ছে কণাপ্রবাহ। অন্তত ৪০ বছর ধরে হকিং তত্ত্বীয় পদার্থ বিজ্ঞানের চর্চা করছেন। লিখিত বই ও বিভিন্ন অনুষ্ঠানে হাজির থেকে তিনি একাডেমিক জগতে যথেষ্ট খ্যাতিমান হয়ে উঠেছেন। তিনি রয়্যাল সোসাইটি অব আর্টসের সম্মানিত ফেলো ও পন্টিফিকাল একাডেমি অব সায়েন্সের আজীবন সদস্য সূত্র  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।