আমাদের কথা খুঁজে নিন

   

নিষ্পাপ চোর

বিবেকের দংশনে ঘুম হয়না বহুরাত নিজেকে নিষ্পাপ ভাবা বড় যন্ত্রনার অভাব অনাহারের অসত্‍ সাক্ষাত মাঝে মাঝে সংযমের ছিড়ে গেছে তার । কখনো মিথ্যে বলায় বাঁচার আয়োজন স্বপ্ন আর বাস্তবে শত কোলাহল কল্পনায় কতো রাত পশু চারণ কীভাবে নিষ্পাপ থাকে কলুষিত মন । এমন যন্ত্রনায় যখন ব্যস্ত প্রহর কাগজের পর্দায় দারুণ প্রহসন দাঁত বের করে কত চোর মহাচোর নিজেকে নিষ্পাপ বলে ছেড়েছে ভাষন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।