আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিনের নিষ্পাপ শিশু

আমি জানি আপনি ভালো । কিন্তু আমি আপনার মত ভালো না ! কেন জানি মনে হয় আমি কারো যোগ্য না - কি অপরাধ এই ছোট্ট শিশুটির যে এখনও পৃথিবীই দেখিনি ভালো ভাবে । কি অপরাধ এই পরীর মত ফুট ফুটে বাচ্চা গুলোর যাদের এখন থাকার কথা মায়ের কুলে । আজ তারাই ঝরে পরছে মৃত্যুর কোলে । তবে কি ফিলিস্তিনে জন্ম নেয়েটাই তাদের অপরাধ ? এ কেমন বর্বরতা নিষ্পাপ এই ফুল গুলোর উপর ।

যারা জীবনের মানে বোঝার আগেই মৃত্যুর অমৃত স্বাদ নিতে হচ্ছে । কোথায় আজ মানুষের বিবেক ? কোথায় আজ বিশ্বের সব বড় বড় সংস্থা ? এই অমানুবিক হত্যা কি তাদের চোখে পরে না ? কেন তারা এই মানুষ রূপী পশু গুলোর হাত থেকে এই কমল প্রাণ গুলো কে রক্ষা করতে এগিয়ে আসে না ? আমরা জানি আমাদের এই প্রতিবাদ তাদের কান পর্যন্ত পৌছবে না । কিন্তু আমরা পারি আমাদের ভাই বোন গুলোর জন্য ধিক্কার জানাতে , আমরা ধিক্কার দেই সেই সব বর্বর অত্যাচারীর উপর । আমরা পারি আমাদের দুহাত আল্লাহ্‌র পবিত্র দরবারে উঠাতে । হে আল্লাহ্‌ তুমি রক্ষা কর ওদের , হে আল্লাহ্‌ আমাদের এই মুসলমান ভাই বোন গুলো কে তুমি বাঁচাও ।

ওরা নিষ্পাপ ওদের তো কোন অপরাধ নেই তবে কেন এই ফুল গুলো ঝরে যাচ্ছে । আপনাদের ভালো লাগার জন্য আজকের এই পোস্ট আমি লিখিনি ? আমি চেয়ে ছিলাম প্রতিটি মুসলিম ভাই বোন সবাই অশ্রু সিক্ত চোখে মহান আল্লাহ্‌র কাছে অন্তত একবার ঐ শিশু গুলোর জন্য প্রার্থনা করবেন . ধন্যবাদ সবাই কে । ইমরান নীল  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.