আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতির লাঙ্গল চিটপাটাং

মেহরাব হাসান দূপুরের কড়া রোদে হেঁটে বাড়ি ফিরছে স্কুল ফেরত বালকেরা।ছায়াহীন রাস্তায় ঝরে পরছে সূর্যের ক্ষোভ।এখানে বসতি গড়েছে কিছু উদ্বাস্তু কিছু যাযাবরের দল।নিম্নবিত্ত নিম্নবিত্ত করে কিছু গলা চুলকানি মধ্যবিত্ত সুবিধা ভোগীর ওয়াজমাহফিল,জারিগান,ভাওয়াইয়া,ভাটিয়ালি,পাগলু,শিলা আর কিছু হিন্দী গানের চুলকানি ঝরে পরছে মিশ্রিত প্রবল উচ্ছাসে।যেখানে অবসরের রাখাল,অবসরের কৃষকের গান গাওয়া আর বাঁশি বাজিয়ে জীবনের প্রানশক্তি খুঁজে পাবার কথা ছিলো।দলে দলে গরুর ঘাস খাওয়ার স্থলভিসীক্ত পাওয়ার টিলার ক্ষেপাটে পাগলার মত জমির উর্বতা উপরে তুলছে,মরা জোঁক আর প্রকৃতির লাঙ্গল চিটপাটাং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।