আমাদের কথা খুঁজে নিন

   

কামালের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সোমবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, বিকালে মহাজোটের প্রার্থী শওকত হোসেন হিরনের নির্বাচনী এজেন্ট কে বি এস আহমেদ কবীর এ অভিযোগ দিয়েছেন।
অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান নির্বাচন কমিশনের কর্মকর্তা।
হিরন ‘টেলিভিশন’ এবং কামাল ‘আনারস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হিরণের পক্ষে অভিযোগে বলা হয়েছে, “আহসান হাবিব কামালের প্রধান নির্বাচনী সমন্বয়কারী সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ার মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনকে পুনরায় নাস্তিক বলে অভিহিত করেছেন। টেলিভিশন ও আনারস প্রতীকের ভোট যুদ্ধ ‘ইসলাম বনাম নাস্তিক’ এর মধ্যে ভোট যুদ্ধ বলে ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে।

তিনি টেলিভিশন প্রতীকে ভোট না দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। যা নির্বাচন আচরণবিধি, ২০১০ এর বিধি ১০(ক) এর সুষ্পষ্ট লঙ্ঘন। ”
অভিযোগে আরো বলা হয়েছে “হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মসজিদে বসে কামালের নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। যা বিধি ১২ ধারার লঙ্ঘন। ”
এসব অভিযোগ উত্থাপন করে নির্বাচন কমিশনের কাছে কামালের প্রার্থীতা বাতিলের অনুরোধ করেছেন হিরনের নির্বাচনী এজেন্ট।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.