আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন প্রক্রিয়া ঠিক করা জাতিসংঘের কাজ নয়’

জাতিসংঘের রাজনীতিবিষয়ক বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তিন দিনের সফরে ঢাকায় এসেছে প্রতিনিধি দলটি। এদিকে এক সংবাদ সম্মেলনে অস্কার ফার্নান্দেজ সরকার ও বিরোধী দলের সবাইকে বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণের জন্য সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। কোন্ প্রক্রিয়ায় নির্বাচন হবে তা বাংলাদেশের নেতৃবৃন্দকে ঠিক করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা ঠিক করা জাতিসংঘের কাজ নয়। রবিবার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে প্রতিনিধি দলকে জানান, বর্তমান সংসদের নির্বাচন কমিশনের ওপর অগাধ বিশ্বাস ও আস্থা রয়েছে।

নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সংসদীয় আসনে উপনির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন এমন ৫ হাজারেরও বেশি নির্বাচন অত্যন্ত দক্ষভাবে আয়োজন করে সেই আস্থা অর্জন করেছে। সংবিধান তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের সবচেয়ে বড় দায়িত্বটি দিয়েছে। বৈঠকে অস্কার ফার্নান্দেজ তারানকো বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, গত চার বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক ও নির্বাচনী সংস্কার এনে জাতিসংঘের সদস্যভুক্ত অন্যান্য দেশের জন্য একটি বড় উদাহরণ তৈরি করেছেন। সরকার নির্বাচন কমিশনকে রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিকভাবে স্বাধীন করে একটি প্রকৃতপক্ষে পেশাদার ও দক্ষ এবং গ্রহণযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করেছেন। এটা জাতিসংঘের প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে।

আগামী নির্বাচন আয়োজনে যে ধরনের সহায়তা প্রয়োজন তা জাতিসংঘ করে যাবে বলে আশ্বাস দেন তিনি। এদিকে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী জানিয়েছেন, সরকার নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী ও স্বাধীন করার মাধ্যমে আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। তাঁর বাসভবনে আয়োজিত ওই বৈঠকে সংবিধান সংশোধন প্রসঙ্গে প্রতিনিধি দলকে তিনি জানান, উচ্চ আদালতের রায়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। এটা সরকারের কোন সিদ্ধান্ত নয়। সে সময় তিনি অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নেতিবাচক দিকগুলো তুলে ধরে বলেন, নিজেদের পছন্দমতো ব্যক্তিদের উপদেষ্টা করার জন্য বর্তমান বিরোধী দল ক্ষমতায় থাকতে বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করেছিল।

বিচারপতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বিএনপি আমলে বিচারকদের অবসরের বয়স বাড়ানো হয়। তিনি জানান, বর্তমান সরকারের সময়ে জাতীয় সংসদের উপনির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে ৫ হাজারেরও বেশি নির্বাচন হয়েছে। অনেকগুলোতে ক্ষমতাসীনদের পরাজয় হয়েছে। গওহর রিজভী বলেন, বর্তমান পদ্ধতিতেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এদিকে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল লেক শোরে এক সংবাদ সম্মেলনে অস্কার ফার্নান্দেজ বলেন, সরকার ও বিরোধী দলের সবাইকে বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণের জন্য সংলাপে বসতে হবে।

ফার্নান্দেজ আরও বলেন, আমি প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, পররাষ্ট্রমন্ত্রী, সুশীল সমাজ ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। তারা সকলেই নির্বাচন করার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘ দেখতে চায় নির্বাচন যেন স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অহিংস হয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান দেখতে চান। কী পদ্ধতিতে নির্বাচন হবে সে ব্যাপারে তিনি বলেন, সেটা বাংলাদেশের নেতৃবৃন্দরাই ঠিক করবেন, এটা জাতিসংঘের কাজ নয় Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.