আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের মধ্যে কুকুরীয় প্রবৃত্তি !

সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com একদা এক কুকুর এসে সিংহকে বলল, 'হে পশুরাজ! আমি আমার নাম পরিবর্তন করতে চাই। দয়া করে আমার নামটা পরিবর্তন করে দিন। কারণ আমার নামটা বড়ই বিশ্রী ও অসভ্য। সিংহ বলল, 'তুমি তো বিশ্বাসঘাতক ও নির্লজ্জ। তোমার আচরণ বড় হীন।

অতএব এ নামই তোমার জন্য যথার্থ ও সার্থক'। কুকুর বলল, 'তাহলে আমাকে পরীক্ষা করে দেখে নিন, আমি সুন্দর নামের কাজ করতে পারি কিনা'। সিংহ কুকুরকে এক টুকরো গোস্ত দিয়ে বলল, 'ঠিক আছে। এটা আমার জন্য তোমার কাছে কাল পর্যন্ত যত্ন করে আমানত করে রেখে দাও। আমি কাল তোমার কাছ থেকে এটা নেব আর তোমার নাম পালটে দিয়ে একটা সুন্দর নাম রেখে দেব'।

গোস্তের টুকরা নিয়ে কুকুর বাসায় ফিরল। ক্ষিদে লাগলে সে গোস্তের টুকরো দেখে জ্বীভ বের করে লাল ফেলতে লাগলো। খাওয়ার ইচ্ছে হলেও নাম পাল্টাবার কথা ভেবে ধৈর্যের সাথে অপেক্ষা করতে লাগল। কিন্তু যখনই তার প্রবৃত্তিতে লালসার উদ্রেক হল তখন তার ধৈর্যের বালির বাধ ভেঙ্গে গেল। অবশেষে, 'ভালো নাম নিয়েই বা আর কি হবে? কুকুরও তো ভালো নাম' - এই বলে গোস্ত খেয়ে ফেলল।

কুকুরের এই স্বভাবটা অনেক মানুষের মধ্যেও দেখা যায়। অনেক সময় ভালো কিছু কাজের বা খারাপ কিছু ত্যাগ করার ইরাদা করি কিন্তু কুকুরীয় প্রবৃত্তির উদ্রেক হলেই মনে হয় কি দরকার? এই তো বেশ ভালো আছি? কিসের খারাপ এটা? অনেকেই তো করছে?.......এই ধরনের যুক্তি খাড়া করা শুরু করে দেয়। ফলে কাজটাও কুকুরের গোস্ত খাওয়ার মতো হয়ে যায়, আর আমরাও সেই একই জায়গায় থেকে যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.