আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিৎ দোষ করেছিলো

ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে......ও বন্ধু আমার... বিশ্বজিৎ দোষ করেছিলো দোষ করেছিলে তুমি বিশ্বজিৎ খেঁটে খাওয়া মানুষ তুমি, মাথার ঘাম পায়ে ফেলে কাজ কর , সেই ঘামের দামে দেশ চলে- এ কি তোমার দোষ নয়? দোষ করেছিলে তুমি বিশ্বজিৎ হায়নার দলে যোগ দাওনি, ক্ষমতা হাতাতে কর নি সংঘাত, নিরীহ হয়ে বাচতে চেয়েছিলে - এ কি তোমার দোষ নয়? দোষ করেছিলে তুমি বিশ্বজিৎ তাইতো আমারা দেখেছি তোমায় রক্তাক্ত হতে, তোমার রক্তে ভেজা বাঁচার আকুতি, আমাদের ছোঁয়নি । এ দেশে জন্মেছিলে তুমি - এ কি তোমার দোষ নয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।