আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রান্ত হয়ো না বিশ্বজিৎ.........................................

বল বীর! চির উন্নত মম শির! বিশ্বজিৎ, তোমার মৃত্যুটা নিয়ে কতকিছু দেখ......... কর্মনিষ্ঠ পেশাদার সাংবাদিকরা এক্সক্লুসিভ ফটো কাভারেজ করল....তোমাকে হত্যার মনোরম দৃশ্যগুলো ধরার কত প্রচেস্টা তাদের......অসংখ্য ক্যামেরাম্যানের ভীড়ে ঠেলাঠেলি আর ধাক্কাধাক্কি করে কেউ কেউ সবচেয়ে ভাল ছবিটা নিয়েছে নিশ্চয়ই... ......চ্যনেলগুলোর ব্রেকিং নিউজের ধাক্কায় ভেংগে গেল কতো বিদেশী সিরিয়ালের আনন্দ.... ওদিকে সুশিক্ষিত পুলিশ বাহিনী বোধহয় মৌনতার গভীর পরীক্ষায় ব্যস্ত ছিল.. .অথবা সাংবাদিকদের এক্সক্লুসিভ খবরে বাগড়া দিতে চায়নি তারা.....এখন তোমাকে ক্যামেরার লাইটে(!) আনা নায়কদের বাঁচাতে ব্যাস্ত তারা...ওদেরও তো ক্যারিয়ার আছে তাই না.... বিশ্বজিৎ... তোমার চিৎকারে চারপাশের মানুষগুলোর মনগলেনি কিন্তু এখন হাস্যকর মানবধিকারের চিৎকারে কান পাতা দায়..... বিশ্বজিৎ.. তুমি আজ অনেকের গাল ভরা ভাই...সুহদ....কিন্তু কাল কোন ভাই ছিল না তোমার....ডাক্তাররা তো নাই-ই , ওরা কারও ভাই হয় না কখনও... বিশ্বজিৎ ..বিভ্রান্ত হয়ো না মৃত্যুর পর... জেনরেখ.. তোমার মায়ের কান্নাতেই শুধু ভারী হয়ে আছে বাংলার বাতাস... আর বাকী সবই লোক দেখান ভন্ডামিতে ভরা.....কালও আরেক বিশ্বজিতের ছবি তুলবে আমাদের কর্মনিষ্ঠ সাংবাদিকরা.. ....আমাদের বুদ্ধিজীবীরা আবার মানবতা বলে চিৎকার করবে... .. নতুন গজানো মানবতা বোধে কেউ কেউ ঝড় তুলবে ব্লগ, ফেসবুকে .... আর আমরা সাধারন পাব্লিক চুকচুক করব আর অপেক্ষা করব সামনের বিশ্বজিতের.... শুধুই অপেক্ষা কর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।