আমাদের কথা খুঁজে নিন

   

নাসির আউট ছিল, (মানুষ আমাকে পিটায় মেরে ফেলবে! )

মানুষ আমাকে মাইরা পিটায় ফেলবে তবুও লিখতে ইচ্ছে করছে! না বলে পারছি না! ক্রিকেটের বই থেকেঃ Law 35: 1. Out Hit wicket The striker is out Hit wicket if, after the bowler has entered his delivery stride and while the ball is in play, his wicket is put down either by the striker’s bat or his person in any way! এখানে "while in the play" কথাটা খুব গূরুত্বপূর্ণ! সহজ বাংলায়, বোলার বল করার পরে বলটা যতক্ষণ না ডেড বল হবে ততক্ষণ পর্যন্ত ব্যাটসম্যান কোনভাবেই নিজের উইকেট ভাঙতে পারবে না! ভাঙলে সেটা হিট উইকেট হবে! গতকালের খেলায় ওয়েস্ট ইন্ডিজ যখন সানির বিরূদ্ধে রান আউটের আপিল করে তখন বলটা ডেডবল ছিল না! এজন্যেই আম্পায়াররা থার্ড আম্পায়ারের সহযোগিতা পর্যন্ত চেয়েছিল! এখন একটু মনে করে দেখুন, নাসির কিন্তু এর আগেই নিজের উইকেট খুলে ফেলেছিলো, উল্লাসে! So technically, নাসির ওখানে হিট উইকেট ছিল! ওয়েস্ট ইন্ডিজ রান আউটের আপিল না করে নাসিরের জন্যে হিট উইকেটের আপিল করলে খবর ছিল! (আমাকে গালি না দিয়ে কেউ পারলে আমাকে ভুল প্রমাণ করেন!) : তবে যা হয়েছে, আমি এজন্যে সানিকে দোষ দেই না! উত্তেজনায় রান নিতে ভুলে গেছে, এটা হতেই পারে! মানুষ মাত্রই ভুল করে। তবে পরবর্তীতে এই ব্যাপারগুলো ক্রিকেটারদের মাথায় রাখা উচিত! শেষ পর্যন্ত আমরা জিতেছি সেটাই বড় কথা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।