আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট টিমের সব রয়েল বেঙ্গল টাইগারদের শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই।

সত্যি অতীতে ফিরে গেলাম। বাংলাদেশ টিম বড় কোন জয় পেলে্ আমরা ঢাকাবিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল বের করতাম। শতস্ফূর্ত সেই মিছিল। সবাই টিভি কক্ষ থেকে বালদেশের নামে স্লোগান দিতে দিতে বের হতাম। খেলা শেষে চলত আমাদের দেশের খেলোয়াড়দের বিজয় গাথা ,বিজয়স্তুতি আর কীর্তি নিয়ে সরস আলোচনার আসর।

আড্ডা যেন নতুন মাত্রা পেত। ক্যাম্পাসের বাইরের লোকজনও দেখতাম বাইকবহর নিয়ে হাজির। এমনকি মেয়েরাও রিক্শায় কিংবা গাড়ীতে ঘুরে উল্রসিত ক্রিড়ামোদী মানুষের মিছিল শ্লোগান আর পদযাত্রা উপভোগ করতো। বিশাল জনতার ঢল নামতো। সৃষ্টি হতো বিশাল শতস্ফুর্ত জনসমাবেশ।

আতশবাজিও চলত্। বলতে গেলে সারারাত জম্পেশ আড্ডা দিয়ে ভোর হওয়ার আগমুহুর্তে চানখার পুলে খাওয়াদওয়া করে তারপর ঘুম। বিজয়ের মাসে সিরিজ জয়ের আনন্দ আনন্দে নতুন মাত্রা যোগ করবে এতে কোন সন্দেহ নাই। হযতো বা ঢাকাবিশ্ববিদ্যালয়ের আমাদের অনুজরাও ঠিক একইভাবে তা উদ্যাপন করবে বা করছে। সেই যে আমার নানান রঙের দিন গুলি রইলো না।

তবে এটা মনে আছে প্রায়ই ঝামেলা হতো টিভি কক্ষে বসার সিট নিয়ে। এমনকি হাতাহাতিও হয়েছে। তারপরও আমরা নানা রকম আনন্দ উৎযাপনের মাধ্যমে এমন বিজয় উপভোগ করতাম্। বিজয়ের মাস ডিসেম্বরে,বিজয় দিবসের ঠিক আগে সিরিজ বিজয় আমাদেরকে দারুনভাবে আনন্দিত ও গর্বিত করেছে। বাংলাদেশ ক্রিকেট টিমের সব রয়েল বেঙ্গল টাইগারদের শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই।

আমাদেরকে উপভোগ করার মতা উদযাপন করার মত সময় উপহার দেযার জন্য। আর তাদের প্রতি শুভকানা থাকলো। তারা যেন উত্তোরোত্তর সমৃদ্ধি ও সুনাম নিয়ে আসে দেশের জন্য ,দেশের মানুষের জন্য। ভবিষ্যতে আরও ভালো ফলাফল বয়ে আনতে পারে। জয়তু মুশফিক রহিম জয়তু বাংলাদেশ ক্রিকেট টিম ,জয়তু নাসির হোসেন ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.