আমাদের কথা খুঁজে নিন

   

ডাগর আঁখি জেগে ঘুমায়ে

গোমর জানে বিষণ্ণ সময় কীভাবে ক্লীশে সহসা ভালবাসা মুঠোফোন শূণ্য শীতল বুকে লু, চাতক একাকী হাহাকার শোনে কি ভজন বধির ঈশ্বর। ওড়ায়ে ঝরাপাতা ঝড়োহাওয়া একদিন ছুঁয়ে তোমায় বাতাস ফিসফিস দাবদাহ বোশেখ বসন্ত বিহার মধ্যবয়স মাতোয়ারা নিষিদ্ধ লোবান। শুরু সেই থেকেই - এক পেয়ালায় কফি পান ঠোঁটে ঠোঁট গীতবিতান রোমান্স যাপন। দিগন্তে বিদ্যুৎপ্রভা আশার ঝলক ছুঁয়ে জ্যোছনার রং ভুলে কি বিবর্ণ জীবন জোনাকী জ্বলে নেভে হয় কি ক্লীশে! জানি আমি ডাগর আঁখি জেগে ঘুমায়ে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।