আমাদের কথা খুঁজে নিন

   

টিউটোরিয়ালঃ সামুর মেইন পেজের বিরক্তিকর ভিডিও বন্ধ করার পদ্ধতি

ফুলকপি স্বাস্থ্যের জন্য ভাল সামু লোড করলেই একটা বিরক্তিকর ভিডিও অটো প্লে হয়। যারা লিমিটের ব্যান্ডউইডথের নেট ব্যবহার করেন, তাদের লিমিট শেষ হওয়ার জন্য ওই একটা ভিডিওই যথেষ্ট যদি দিনে বেশ কয়েকবার সামুতে ঢোকেন। আর ভিডিও স্টপ করেও লাভ নাই, কারণ সামুর মেইন পেজ অটো রিফ্রেশ হয়, আর তখন ভিডিওটা আবার নতুন করে লোড হওয়া শুরু হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে অ্যাড ব্লক প্লাস ব্যবহার করুন, তাহলে ওই ভিডিওটা ব্লক করে দিতে পারবেন। ফায়ারফক্সের জন্যঃ ফায়ারফক্সের জন্য এখানে পাবেন অ্যাড ব্লক প্লাস।

ফায়ারফক্সের জন্য সামুর মেইন পেজে যান, ভিডিওর উপর মাউস নিন, ভিডিওর ওপরে ডান কোনায় ব্লক অপশন আসবে, Block করুন, অ্যাড ফিল্টার অথবা ওকে অপশনে ক্লিক করুন। আর কখনো এই বিরক্তিকর ভিডিও দেখতে হবে না আপনাকে। ক্রোমের জন্যঃ ক্রোমের জন্য অ্যাড ব্লক প্লাস ইন্সটল করুন এখান থেকে এরপরে অ্যাড্রেস বারে টাইপ করুন chrome://chrome/extensions/ অথবা এই লিঙ্কে ক্লিক করুন। নিচের ছবির মত করে প্রথমে Options এ ক্লিক করে Add your own filters এ ক্লিক করুন, এর পর টাইপ করুন, webtvnext.com/player.swf , এর পর Add Filter বাটনে ক্লিক করুন। ঘুমাইতে গেলাম, শুভ রাত্রি।

বাংলাদেশবাসীর জন্য গুড আফটারনুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.