আমাদের কথা খুঁজে নিন

   

একটি অপবাদ এবং আত্মপক্ষ সমর্থন মূলক পোস্ট

‘সামু’তে আমার একাউন্টের বয়স ৪ মাস ২ সপ্তাহ। এটিই আমার প্রথম পোস্ট। তবে প্রথম পোস্টের আগেই আমার একজন অগ্রজ ব্লগার আমাকে নিয়ে পোস্ট দিয়ে ফেলেছেন। এমন সৌভাগ্য কজনের হয়? তাঁকে অনেক ধন্যবাদ। তবে তাঁর এই পোস্টের পেছনে একটা ইতিহাস আছে।

ইতিহাস হল- গত ৩ ডিসেম্বর ব্লগার আবদুস সবুর ভাই একটি পোস্ট দিয়েছিলেন- Click This Link সেই পোস্টেই আমি সামুতে আমার ব্লগজীবনের প্রথম কমেন্ট করেছিলাম। (কমেন্ট নম্বর ১৪) তো ১৫ এবং ১৬ নম্বর কমেন্টে এক ভাই ভুল ধারণার ওপর ভিত্তি করে পোস্টদাতার কাছে ব্যাখ্যা দাবি করলেন। ১৭ নম্বর কমেন্টে আমি তাঁর ভুলটি ধরিয়ে দিই। এরপর তিনি আর সেই পোস্টে কমেন্ট করেননি। তবে আমার ওপর ‘খুশি’ হয়ে তিনি আমার ‘প্রশংসা’ করে পোস্ট দিয়েছেন- Click This Link লিখেছেন-“সামুর কি হইছে? যার ব্লগটি মাত্র ১ বার দেখা হইছে সে কিভাবে নিরাপদ ব্লগার এর মতো কমেন্ট করার চান্স পায়।

এ সমস্ত ২ নাম্বারীর কারণেই এখন সামুতে ভাল ব্লগার নাই। ” “যেই ব্যক্তির ব্লগীয় বয়স মাত্র ৪ মাস এবং এ পর্যন্ত কোন পোষ্টই দেয় নাই। সে কিভাবে নিরাপদ ব্লগার এর মতো মন্তব্য করার চান্স পায়। যেই ব্যক্তির ব্লগ মাত্র ১ বার দেখা হইছে সে কোন যুক্তিতে কমেন্ট করার অধিকার লাভ করল। এটা কি ২ নাম্বারী।

নাকি এটাই মামা খালুদের পাওয়ার। ” “কোন পীরের মুরিদ হইলে এটা সম্ভব। ” শুধুমাত্র ১টি ভুল ধরিয়ে দেয়ায় এত আক্রোশ!!! উনাকে অশেষ ধন্যবাদ আমাকে এই তথ্যটি জানানোর জন্য যে এই ব্লগে আমার মামা খালুরা আছেন। আমার মামা খালুরাও বোধহয় জানেন না যে সামুতে তাঁরা আছেন। তবে আমার চাচা/ ফুফা আর পরিবারের নারীকুল যেমন খালা/মামী কী দোষে উনুল্লেখিত রইলেন কে জানে।

তাছাড়া আমি যে কোনো পীর সাহেবের মুরীদ এটাও আমার জানা ছিল না। আসলেই, ব্লগ কত নতুন তথ্যের যোগানদাতা! যাহোক, একাউন্ট খোলার পর আমার মডারেশন স্ট্যাটাসে লেখা ছিল যে, আমাকে ১ সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। এরপর কবে সেটি 'সেফ' হয়েছে, আমি নিজেও জানি না। তো আমাকে '২ নম্বর' বানিয়ে দেয়া পোস্টদাতা এবং তাঁর পোস্টে মন্তব্যকারী কয়েকজন মনে করেছেন যে, কোন ‘২ নাম্বারী’র কারণে আমি ‘মাত্র’ ৪ মাসে কোন পোস্ট না দিয়েই 'সেফ' হয়ে গেছি। একজন তাঁর মন্তব্যে লিখেছেন, তিনি ১ বছর পর জেনারেল হয়েছেন।

কিন্তু ভাই আপনাকে জেনারেল করার ক্ষমতা বা দায়িত্ব তো আমার নয়। আপনার স্ট্যাটাস পরিবর্তনের ক্ষেত্রে যদি অনিয়ম হয়ে থাকে আর আমার ক্ষেত্রে নিয়ম অনুযায়ীই সেটি হয়ে থাকে, তো আমার কী দোষ? আর কোন পোস্ট না দিয়ে নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর মন্তব্য করার অধিকার এর আগে অনেকেই পেয়েছেন। যেমন- http://www.somewhereinblog.net/blog/ifran157 http://www.somewhereinblog.net/blog/seym1445 http://www.somewhereinblog.net/blog/vodol http://www.somewhereinblog.net/blog/swapnabaj http://www.somewhereinblog.net/blog/tusto Click This Link Click This Link Click This Link Click This Link খুঁজলে আমার মত এরকম আরও অনেককে পাবেন। যিনি আমার বিরুদ্ধে ‘২ নম্বরী’র অভিযোগে পোস্ট দিয়েছেন, তাঁর নিক তো খুব সুন্দর। তাছাড়া তিনি সহীহ দলীলের ভিত্তিতে নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর আদর্শ অনুসরণের দাবিদার।

অথচ শুধুমাত্র ১টি ভুল ধরিয়ে দেয়ার পর ভুলের কারণে দুঃখ প্রকাশ তো দূরের কথা, তাঁর এত আক্রোশ যে ব্লগের নিয়ম কানুন না জেনেই এবং এ ব্যাপারে খোঁজ খবর না নিয়েই ২ নম্বরীর অভিযোগ তুলে দিলেন? আফসোস! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.