আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য (শুধু মাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য)

হৃদয়ে আমার “একাত্তর” স্বপ্নে দেখি রঙিন ভোর! ১ ভালোবাসা চুমুতেই, আয় কাছে চুমু দেই!? ২ যার আছে পয়সা-পাতি, মেয়েরা তার সঙ্গী সাথি! ৩ লোকটা আমি সৌখিন-ই, নতুন নতুন বউ কিনি! ৪ সেদিন ও তো বোল ছিলে- প্রেম বিকোবে Wholesale এ!? ৫ আমার কপাল পোড়া! তোর কপালে ফোঁড়া! ৬ আমি তোর মন চাই, তুই দিলি বনসাই! ৭ এমন একটা পাত্রী দিন, বাসবে ভালো রাত্রি দিন! ৮ দিনে আমি অন্য কারো আঁধার রাতে তোরই! প্রেমের বিদ্যায় তোরই কাছে আমার হাতে খড়ি! ৯ ঠিক বলেছো প্রিয়তমা-(?!) “আমি একটা রাস্তার ছেলে, টোকাই”। “আমি তোমার ফেলে দেওয়া প্রেম গুলো সব টোকাই!” ১০ আমার ফাঁদে আটকা, প্রেমটা পাবি টাটকা! ১১ তোর সাথে সন্ধি, তোর মনে বন্দি! ১২ বল নারে পার্বতী?! পয়সা পেলে কার হতি? ১৩ একের পরে দুই, আমার পরে তুই! ১৪ ছেলেটা প্রতিদিন ক্লাস ফাঁকি দিতো, মেয়েটা শাক দিয়ে মাছটা ঢাকিতো! ১৫ হয় যদি “একতাই বল” তুই তবে, একা কেনো বল? ১৬ পদ্মা-মেঘনায় বেড়ে গেছে জল! আমার আঙিনায় কবে যাবি বল? ১৭ দূরে কোথাও আছি বসে মানিব্যাগ গেছে হারিয়ে, চারিদিকে শুধু মশা আর মাছি কাছে এসে দাও তাড়িয়ে! ১৮ তাই তাই তাই খায়া কাম নাই, প্রেম-পিরীতি না করিয়া চলেন গাছ লাগাই! ১৯ কেউ নাকি কারো নয় এ ধরায়! দহনের বুকে তবে, আগুন কে ধরায়? ২০ প্রেমে পড়েছে কবি(?) দহন, কবিতা লাগে সবই এখন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।