আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধের বিজয় মেলা - নোয়াখালী স্মরনিকা 'বিজয়'

মশিউর রহমান মিঠু শহীদ জননী জাহানারা ইমাম এর নেতৃত্বে একাত্তুরের ঘাতক দালাল বিরোধী আন্দোলন যখন তুঙ্গস্পর্শী,সে সংগ্রামকে বেগবান করা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সতেজ রাখার প্রত্যয়ে নোয়াখালীতে আয়োজিত হয়েছিলো বিজয় মেলা ১৯৯৩। মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ সিদ্দিকুর রহমান (প্রয়াত) ছিলেন বিজয় মেলা কমিটির সভাপতি এবং তৎকালিন ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়ক আনম জাহের উদ্দিন ছিলেন সাধারণ সম্পাদক। সপ্তাহব্যাপি অনুষ্ঠিত এ মেলায় জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা সভাসহ বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেছেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য কবির চৌধুরী,ড: সিরাজুল ইসলাম চৌধুরী,আলী যাকের, আহমদ ছফা, ইনামুল হক প্রমূখ। এছাড়া মেলা উপলক্ষ্যে একটি স্মরনিকা প্রকাশ করা হয়। যেটিতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের লেখকবৃন্দ মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ লেখা লিখেছেন। স্মরনিকাটির লিন্ক দেওয়া হলো। এতে যাঁরা লিখেছেন: কবির চৗধুরী,নির্মল সেন,রামেন্দু মজুমদার,শাহরিয়ার কবির,মাহবুব আলম,সিদ্দিকুর রহমান,আনম জাহের উদ্দিন,একরামূল হক,কামাল উদ্দিন আহমেদ,সমর প্রসাদ সেন,আবু তাহের,এনাম আহসান, মহি উদ্দিন টুকন,মিন্টু দেলোয়ার ও মশিউর রহমান মিঠু। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.