আমাদের কথা খুঁজে নিন

   

রেখে দেব হৃদয় মাঝে

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন আমার ক্লাস ফাইভে পড়ুয়া কাজিন (মামাতো ভাই) অঙ্গন হাতি নিয়ে একটি ছড়া লিখেছে । লিখে অনেকদিন আগেই আমার মায়ের কাছে রেখে গেছে, যাতে আমি এলেই আমাকে দেয়া হয় । ছড়াটি পড়ে হাসতে হাসতে আমি শেষ! তবে বয়সের তুলনায় ভালোই লিখেছে পিচ্চিটা । ওর জন্য শুভকামনা । আর বন্ধুদের জন্য ওর ছড়াটিঃ ...................................................... হাতি চলে হাতি চলে শূর তার নাচে দোলে, চার পায়ে তার ঘুঘুর বাজে গলায় তার ঘণ্টা ঝোলে । চলছে হাতি এঁকে বেঁকে ছুটে আসে দামাল ছেলে । মামনিরা দেখতে এসে খোকা-খুকিরা হেসে ওঠে! হাতি চলে হাতি চলে শূর তার নাচে দোলে, কী আনন্দ সবার মাঝে রেখে দেব হৃদয় মাঝে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.