আমাদের কথা খুঁজে নিন

   

"ডিজনি আলাদিন" ডাউনলোড করতে চান ? পুরো সিরিজটা ?

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল। (যারা বাজে কথায় সময় অপচয় করতে চান না , তারা পোস্টের নিচের দিকে বোল্ড হরফ থেকে পড়া শুরু করুন। ) আমি কার্টুন দেখতে ভালোবাসি। একথা বলার সঙ্গে সঙ্গে আপনি আমার বয়স জানতে চাইবেন। এবং এটাই স্বাভাবিক।

আপনার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে এই কথাটা আপনাকে জানাতে চাই-এই নিয়ে আমার বৌয়ের সঙ্গে প্রায়শই ঝামেলা হয়। তার জিজ্ঞাসা -তুমি কি বাচ্চা নাকি ? রাতদিন শুধু কার্টুন দেখ ? বলুন তো এর উত্তর কী দেব ? উত্তর আমার রেডিই আছে । কিন্তু গৃহযুদ্ধ জিনিসটা আমার ঠিক পছন্দ নয় । তাই চুপ করে থাকাই ভালো। আমার চারপাশে সবসময়েই দেখি মায়েরা তাদের বাচ্চাদের কার্টুন চ্যানেল দেখা নিযে রাতদিন বকবক করছেন।

আর সন্ধ্যে হলেই নিজেরা স্টার জলসার সিরিয়াল নিয়ে বসে গেছেন। আর এই সিরিয়ালগুলো দেখলেই আমার পা থেকে মাথা পর্যন্ত দপ করে আগুন জ্বলে ওঠে। এর বরের সঙ্গে ওর বৌ-য়ের প্রেম, ওর বৌয়ের সঙ্গে এর বরের লুকোচুরি। একেবারে অসহ্য। এর চেয়ে অমার কার্টুন অনেক ভালো।

সেখানে তো আর এইসব শেখায় না। ফেসবুকে একটা ছবি দেখেছিলাম এই রকম- আপনাদের অভিজ্ঞতা কেমন আমি জানি না। আমার এমন অভিজ্ঞতা আছে - আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছি। কলি বেল বেশ কিছুক্ষণ টেপার পর সেই আত্মীয এলেন। আমাকে নিয়ে গিয়ে ঘরে বসালেন।

টিভিতে বাংলা সিরিয়াল। সেই নিয়ে গল্প শুরু করে দিলেন। আমি গিয়েছি সুখ দুঃখের খবর নিতে। আমাকে বসিয়ে দিলেন সিরিয়ালের জতুগৃহে। লৌকিকতার অবস্থাটা একবার বুঝুন! যাক কি আর করা।

আমার বৌ কে দোষ দিযে লাভ নেই। কারণ ও টিভি বলতে গেলে দেখেই না। বড় জোর কখনো সখনো নিউজ চ্যানেল। তাও নিউজ চ্যানেলগুলোরও যা অবস্থা। বাদ দেন ওসব।

আমার দুঃখ আমারই। অনেক সময় নষ্ট করে দিলাম। মূল কথাতে যাই। ডিজনি আলাদিন আমার বড় প্রিয়। বাজারে ওর সিডি খুঁজেই পেলাম না।

শেষপর্যন্ত নেট থেকেই ডাউনলোড করলাম। অবশ্যই টরেন্ট থেকে। এটা ইংরেজি ভার্সান। সাইজ কিন্তু বেশ বড়। প্রায় ১৪ জিবি।

অবশ্য আপনি চাইলে পার্ট পার্ট করেও ডাউনলোড করতে পারেন কারণ ওখানে চারটে পার্টে দেওয়া আছে। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা চালাতেও পারবেন। চারটি পার্টের প্রত্যেকটিতে কমবেশি ২১ টি করে এপিসোড আছে। (ধরেই নিচ্ছি আপনি মিউটরেন্ট দিয়ে কিভাবে পার্টে পার্টে ডাউনলোড করতে হয় জানেন । { যদি অবশ্য সেটা পার্ট পার্ট করা থাকে} না জানলে জানাবেন আমি বোঝানোর চেষ্টা করব।

) আমি টরেন্ট ফাইলটি আপনাদের জন্য আপলোড করে দিলাম। এখানে ক্লিক করে আপনি টরেন্ট ফাইলটি সরাসরি ডাউনলোড করতে পারবেন। অথবা এখানে দেখুন ( .rar ফাইল। ) এখানে ক্লিক করলে আপনি এই ফাইলটি যে সাইটগুলোতে আপলোড করা আছে, সেখানে যেতে পারবেন। এখান থেকে আপনার পছন্দের সাইটটি বেছে নিন টরেন্ট ফাইলটি ডাউনলোডের জন্য।

সবাই ভালো থাকবেন। রাগে থাকুন, রাগিয়ে রাখুন। রঙে থাকুন, রাঙিয়ে রাখুন। *************************************************** আমাকে সর্বক্ষণের জন্যে পাবেন এখানে http://www.techspate.com ফেসবুকে আমার ঠিকানায় যেতে এখানে ক্লিক করুন  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।