আমাদের কথা খুঁজে নিন

   

বরগুনায় বিআরটিসির বিরুদ্ধে মামলা

মঙ্গলবার বরগুনা সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বরিশাল বাস ডিপোর ম্যানেজার নিহাররঞ্জন রায়কে বিবাদী করা হয়েছে।
মামলাটি আমলে নিয়ে সিনিয়র সহকারী জজ আব্বাস উদ্দিন আগামী দুইদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
আদেশে আপত্তিপত্র দাখিল ও শুনানির আগ পর্যন্ত বরগুনায় চলাচল অনুপযোগী তিনটি বাসের পরিবর্তে মানসম্পন্ন তিনটি বাস চালু রাখার নির্দেশ দেয়া হয়।
মামলার বাদী অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, কয়েকবছর ধরে চলাচল অনুপযোগী তিনটি বিআরটিসি বাস বরগুনায় চালানো হচ্ছে।
বৃষ্টির সময় বাসের ছাদ দিয়ে পানি পড়ে। বাসের অবস্থা এতই খারাপ যে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.