আমাদের কথা খুঁজে নিন

   

বরগুনায় জঙ্গি সন্দেহে ৩১ জন আটক

সোমবার দুপুর একটায় দক্ষিণ খাজুরতলা এলাকার মুফতি মো. জসিম উদ্দীন রহমানের (৪৩) বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বইও উদ্ধার করা হয়েছে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে খাজুরতলা এলাকার একটি ঘরে কিছু লোক বৈঠক করছে।
“পরে অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়। তাদের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া যাচ্ছে।

আর হরতালের আগের দিন এ ধরনের বৈঠক নিয়েও প্রশ্ন রয়েছে,” বলেন তিনি।
বরগুনা থানার ওসি শীলমনি চাকমা জানান, উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
আটক মুফতি মো. জসিম উদ্দীনের দাবি, সকলেই তার ভক্ত। তিনি এক সময় চরমোনাই পীরের মুরিদ ছিলেন। এখন নিজেই ধর্ম প্রচার করেন।

তার সঙ্গে দেখা করার জন্য সবাই এসেছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.