আমাদের কথা খুঁজে নিন

   

যে পড়িল না, সে জানিল না.।।। (মিনি পোস্ট)

........................ দেশের শীর্ষ স্থানীয় নেতাদের আর কর্মকর্তা দের মহা মূল্যবান বয়ানে কয়েকদিন পর প্রবাসী ভাই দের বিদেশে থাকা কঠিন হইয়া পড়িবে। কারন যখন কোন প্রবাসী কে কোন বিদেশি জিজ্ঞাসা করিবে, " তোমার দেশ কোথায়? " তখন আমাদের প্রবাসী ভাই বোন গুলো বলিবে, " বাংলাদেশ"। শুনিয়া গম্ভীর থেকে গম্ভীর বিদেশি ও শুধু উত্তর প্রদান করিবে, " হে হে হে হি হি হি হা হা হা হা "। হয়ত শত বিদেশির বেঙ্গাত্তে বেথিত হইয়া দলে দলে সকল প্রবাসী ভাই বোনেরা দেশে ফিরিয়া আসিবে। কিন্তু এতে চিন্তিত হবার বিন্দু মাত্র কারন থাকিবে না।

কারন তত দিনে আমাদের দেশ বিসসে নির্মল বিনোদনের দেশ বলিয়া পরিচিতি পাইবে। নিছক আনন্দ লাভের অভিপ্রায়ে পৃথিবীর নানা প্রান্ত হতে মানুষ পরিবার নিয়া আমাদের দেশে আমাদের নেতা দের বয়ান শুনিবার জন্য আসিবেন। এই বিদেশি অথিতি দের আগমনে দেশে কাড়ি কাড়ি বৈদেশিক মুদ্রা উপার্জিত হইবে। দেশের মানুষের আর কোন কাজ করিতে হইবে না, কোন অভাব থাকিবে না দেশে। সরকার হইতে সকল জনগণের বায় নির্বাহ করা হইবে।

দেশের মানুষ শুধু বড় বড় মঞ্চ, মাঠ, অডিটোরিয়ামে নেতাদের বয়ান সভার আয়োজন করিবে, যেখানে বসিয়া আমাদের বিদেশি অথিতিরা বয়ান শুনিয়া হাস্য রসে মাতিয়া উঠিবেন। সাথে আমরা ও হাসিয়া উঠিব আনন্দে। কারন আমাদের তো আর অভাব থাকিবে না, কষ্ট থাকিবে না। কোন সে নরাধম, যে দেশ কে অভাব মুক্ত করার লক্ষে নিবিষ্ট সকল দলের এই মহান নেতাদের কটূক্তি করে। সেই তো দেশ দ্রোহী, সেই তো রাজাকার।

তাহাদের জন্য শুধু বুক ভরা ভতরসনা। পরিশেষে, " জয়তু নেতা সমাজ, জয়তু বয়ান। " ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।