আমাদের কথা খুঁজে নিন

   

রাজপথে নামিয়া পড়িল সকলে তল্পিতল্পা সহ

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

আগামীকাল থিকা দুই দলই রাজপথে থাকবে। রাজপথ শব্দটা কুথ থিকা আইছে এইটা আমার মাতায় ডুকে না। রাজপথ বিচারার জন্য খুব মায়া হইতিছে, বেচারা বিনা দোষে আবার পাঁকে পড়ল। সবাই যদি রাজপথে নাইমা পড়ে, রাজপথ বিচারা কই নামবো ? কই যাইবো ? রাজপথের চাইতো বড় কিছু যেমন শাহেনশাহ পথ থাকলি সেখানে যাইয়া মাথা গুঁজতি পারতো। আমাদের ব্লগাররা কি ভাবেন, রাজপথের দর্ুদশা কি তাহাদিগের মনে দোলা দেয়? তাহারা কি এতই পাষাণ যে রাজপথকে কেউ আপন হৃদয়ে জায়গা দিবি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।