আমাদের কথা খুঁজে নিন

   

ইসরাইলকে বয়কটের আহ্বান নোবেল জয়ী ৫২ বুদ্ধিজীবীর

কখনও আল্লাহ কে দোষারোপ করবেন না এই বলে যে, আল্লাহ কেন আপনার দোয়া সাথে সাথে কবুল করেন না, বরং শুকুরিয়া আদায় করুন এই জন্যে যে, আল্লাহ আপনার পাপের জন্য সাথে সাথেই শাস্তি দেন না । আমিন অবরুদ্ধ গাজা উপত্যকায় সাম্প্রতিক বর্বরোচিত হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করার আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ৫২ বুদ্ধিজীবী, শিল্পী ও মানবাধিকার কর্মী। তারা এক খোলা চিঠিতে এ আহ্বান জানিয়েছেন। খ্যাতনামা বুদ্ধিজীবী ও ভাষা তাত্ত্বিক নোয়াম চমস্কি, শান্তিতে নোবেল বিজয়ী আইরিশ মেইরিড ম্যাগুয়ের এ চিঠিতে স্বাক্ষরকারীদের অন্যতম। এ চিঠিতে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক বয়কটের আহ্বান জানানো হয়েছে।

অবরুদ্ধ গাজার ১৫ লাখ ফিলিস্তিনির ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক হামলার ঘটনায় এ সব বুদ্ধিজীবী, শিল্পী ও মানবাধিকার কর্মী আতংকিত বোধ করেছেন বলে চিঠিত উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, গত কয়েক দশক ধরে ইসরাইল যে অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে চলেছে তা উল্লেখ করে এ চিঠিতে ইসরাইলের বিরুদ্ধে বাধ্যতামূলক সামরিক বয়কট আরোপের আহ্বান জানানো হয়। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন যোগসাজশ করে ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করছে বলে এ চিঠিতে অভিযোগ করা হয়। এতে বলা হয়, আমেরিকা ইসরাইলের সর্ববৃহত সহায়তাকারী দেশ এবং ওয়াশিংটন প্রতি বছর হাজার কোটি ডলারের অস্ত্র-শস্ত্র ও সামরিক সাজ-সরঞ্জাম ইসরাইলকে সরবরাহ করছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও ইসরাইলকে সশস্ত্র করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

ইউরোপীয় ইউনিয়ন ইহুদিবাদী ইসরাইলের সামরিক গবেষণা খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। এ চিঠিতে বলা হয়, তাদের এ ধরনের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ইসরাইলের বিরুদ্ধে বেশ কয়েক দফা অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই ধরনের নিষেধাজ্ঞা এর আগে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসকগোষ্ঠীর ওপর আরোপ করা হয়েছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়। # রেডিও তেহরান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.