আমাদের কথা খুঁজে নিন

   

উত্তেজনা সৃষ্টির পরিণতির ব্যাপারে ইসরাইলকে ইরানের হুঁশিয়ারী



ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির ব্যাপারে ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন। তিনি আজ সাংবাদিকদের বলেছেন, ইসরাইলের কোন বৈধতা না থাকাটাই তার প্রধান সমস্যা এবং এখন নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করতে চাচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক অতীতে বিভিন্ন ক্ষেত্রে ইসরাইলের মারাত্মক ব্যর্থতার পর এখন জনগণের হতাশা দূর করতে সামরিক মহড়া পরিচালনা করা হচ্ছে। ইসরাইল গতকাল থেকে টার্নিং পয়েন্ট-ফোর নামক পাঁচ দিনব্যাপী সামরিক মহড়া শুরু করেছে। লেবাননের হিজবুল্লাহ আজ এক বিবৃতিতে ঐ মহড়ার প্রতিবাদ জানিয়ে বলেছে, ইসরাইল যে মধ্যপ্রাচ্যে শান্তি নয় বরং যুদ্ধ চায়,তা এই মহড়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এছাড়া, লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, ইসরাইলের মহড়া চলমান মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার পথে বাঁধা সৃষ্টি করতে পারে। তিনি প্রশ্ন করেন, ইসরাইল যদি ফিলিস্তিনীদের সাথে শান্তি আলোচনা চায় তাহলে তারা কেন সামরিক মহড়া চালাচ্ছে। মোঃ আমিনুল ইসলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।