আমাদের কথা খুঁজে নিন

   

কই ঘুরতে যাব? টিপস দেন....

ধুর বেশ কয়েক মাস ধরে মনের অবস্থা এক্কেবারে খারাপ পর্যায়ে। এত বেশিই অবস্থা খারাপ যে নিজেই বুঝতে পারতেছি যে আস্তে আস্তে নিজে শেষ হয়ে যাচ্ছি। এই জন্য একেবারে ডিসকানেক্টেড হয়ে একটু কয়েকটা (৩/৪) দিন সম্পূর্ণ নিজেকে সময় দিতে চাচ্ছি। এর জন্য এমন একটা জায়গা দরকার যেখানে প্রচন্ড ভিড় নেই, আছে প্রকৃতির মায়া.... একটু ছায়া, একটু শান্তি..... এই ভাবে হিসাব করলে খুলনা/বাগেরহাট এই অঞ্চল আমার খুব প্রিয় যায়গা। কিন্তু খুলনা-বাগেরহাট আমার বাড়ি, তাই ঐ দিকে যেতে চাচ্ছি না।

পাহাড় অন্যতম সুন্দর জায়গা, কিন্তু এখন ভিড় একটু বেশিই... সমুদ্রে তো কখনই পা ফেলবার জায়গা থাকে না। তাই চাচ্ছি একটু মফস্বল এরিয়া, যেখানে একটা মোটামুটি মানের হোটেলে থাকতে পাব, আর প্রকৃতির সাথেও থাকতে পারব, এমন একটা জায়গার খোজঁ। যদিও সম্পূর্ণ ডিসকানেক্টেড থাকতে চাচ্ছি, তবু এই যুগে সেটা সম্পূর্ণ সম্ভব না। বাবা-মা-পরিবার-পরিজন তো চিন্তায় থাকবে। তাই যাতে দিনে অন্তত ১টা ঘন্টা কানেক্টেড থাকতে পারি, এমন একটা জায়গা দরকার।

অর্থাৎ বিদ্যুত এবং গ্রামীনের ইন্টারনেট পাওয়া যায় এমন জায়গা। আর সাথে যেহেতু ল্যাপটপ থাকবে, হোটেল যাতে একটু সিকিউরড হয় সেটাও মাথায় রাখতে হচ্ছে। ব্লগে তো অনেকেই আছে যাদের গ্রাম/মফস্বল শহর এই বর্ণনার সাথে মিশে যায়, একটু বলেন না কোথায় যেতে পারি। আগামি সপ্তাহে যাবার ইচ্ছা। সবাইকে আগাম ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।