আমাদের কথা খুঁজে নিন

   

আশার স্বপন

পরে আর বলা হলনা ! আর কোন হতাশা নেই; না, প্রবল কোন আশাবাদও নেই এখন। মিটিমিটি কিছু আশা ধিকিধিকি জ্বলে শুধু জীবন অঙ্গারে। অঙ্গারে আবার আগুন জালাবার তীব্র বাসনা নেই। আশার পিঠে তাই উদ্যোগের নেই কোন পাখা; আশাগুলো স্রেফ স্বপ্ন হয়ে গেছে, স্বপ্নরাও ঝরে গেছে ঝড়ে। এখনও নিরাশ নই অপেক্ষা এখনও আছে অপেক্ষা শধুই স্বপনে।

স্বপ্ন নিয়ে কোন বিহ্বলতা নেই অপেক্ষায় নেই আকুলতা। নিস্তরঙ্গ নিরুত্তাপ দায়সারা এ জীবনে আছে এমন নিরীহ নিবীর্য কিছু আশার স্বপন! উৎসর্গঃ নভেম্বর মাস! ( মাস শেষ হয়ে যাচ্ছে। যদিও একটা ফাও পোষ্ট দেয়া হয়েছিল এ মাসে। তবে অনেকেই ( আসলে দু'এক জন। আর এই দু'এক জনই আমার কাছে অনেক!!! ) কবিতা চেয়েছিলেন।

কবিতা কি আর লিখতে পারি! তাও আবার জোর করে। তাই এটাকে আমার পক্ষ থেকে নভেম্বরের জন্য কোনমতে দায়সারা একটা কবিতা ভেবে নেয়াই উত্তম। ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।