আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা "অহংকারী স্বপ্ন"

"অহংকারী স্বপ্ন" শাহিন আমার হাত ধরে তুমি হেটে যাচ্ছো । পথের দু'পাশে সারিবদ্ধ কৃশ্নচূড়া, যেন তোমার আগমন প্রতীক্ষায় কতটা যুগ ঘুমিয়ে ছিলো । আজ সবাই এক সাথে জেগে উঠেছে তোমাকে অভিনন্দন জানাতে । লাল গালিচায় তোমার নুপুর ঝুমঝুম; স্বপ্নের প্রথম দৃশ্যটা ছিল এরকম । কিন্তু হঠাৎ, তার রূপ বদলে গেল বৈশাখী আকাশের মত । আমি নই, হাত ধরে আছে তোমার ব্যক্তিগত স্বপ্নের অন্য কেউ; চারপাশে গোলাপ মিছিল । ঘুম ভেঙ্গে টের পেলাম, চোখের পাতায় শিশিরের জল । তবে কি নারীর মতন স্বপ্নরাও অহংকারী অশ্রু দাবী করে মধ্য রাতে// ১২/০৬/২০০৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.