আমাদের কথা খুঁজে নিন

   

আয়াতুল কুরসীর কিছু অবাক হওয়ার মত বৈশিষ্ট্য

আত্মাকে জানার চেষ্টা করছি বিসমিল্লাহির রাহমানির রাহীম আয়াতুল কুরসীর কিছু অবাক হওয়ার মত বৈশিষ্ট্য (মহান আল্লাহ তায়ালা এর সবচেয়ে সঠিক রূপ জানেন) আয়াতুল কুরছির আয়াত নাম্বার ২৫৫। আমার চোখ এই ২৫৫ নাম্বার এ আটকে যায় হঠাৎ করে। সবচেয়ে মহিমান্বিত আয়াতটি কেন এই ২৫৫ নং এ? যারা কম্পিউটার সায়েন্স পড়েন তারা জানেন ২৫৫ টা কেন চোখে লাগার মত বাইনারী গননা পদ্ধতিতে ২৫৫ হলো ১১১১১১১১ (আট টা ওয়ান) এতে কোন ০ না এখন আমাদের নবী ( সা: ) এই আয়াত সম্পর্কে বলেছিলেন এটি হচ্ছে কুরআন শরীফের ক্যুজ্ব স্বরুপ। ক্যুজ্ব মানে হচ্ছে সবোর্চ্চ জায়গা। এখন যদি পুরো কুরআন শরীফের আয়াতগুলোর বাইনারী সংখ্যা দিয়ে গ্রাফ আকা হয়(১ হলে আপ ০ হলে ডাউন) তাহলে যে চিত্রটি পাওয়া যাবে তার সবোচ্চ স্থানে থাকবে আয়াতুল কুরসী।

যদিও কুরআন শরীফে ২৮৬ হলো সবচেয়ে বড় আয়াত সংখ্যা। ২৫৬ =১০০০০০০০০০ ২৫৪=১১১১১১১০ ২৮৬=100011110 তো এই যে আমদের নবী ( সা: ) যার কোন অক্ষর জ্ঞান ছিল না (উম্মী)-১৪ শত বছর পূর্বে উটের ক্যুজ্ব দিয়ে অথবা বলতে পারেন নরমাল তুলনা দিয়ে সে যুগে অনুপস্থিত বাইনারি সিস্টেম কে কিভাবে দেখলেন? (উনি এর চেয়েও পরিষ্কার চিত্র/জ্ঞান রাখেন আমরা হয়ত অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ন চিত্রটি আজ দেখছি--আল্লাহ তায়ালাই ভাল জানেন) এবার আসেন দেখি এই আয়াতের বাক্য কয়টি। আমার ক্ষুদ্র জ্ঞানে এবং গননায় এটিতে আট টি বাক্য আছে। (সঠিক আল্লাহতায়ালা জানেন) ২৫৫=১১১১১১১১=আট টি বাক্য (এটা কি এমনি এমনি হয়ে গেল?) এবার আসি আসমান কয়টি? ১ম ১ (ওয়ান)=১ম আসমান ২য় ১ (ওয়ান)=২য় আসমান ৩য় ১ (ওয়ান)=৩য় আসমান ৪র্থ ১ (ওয়ান)=৪ আসমান ৫ম ১ (ওয়ান)=৫ম আসমান ৬ষ্ঠ ১ (ওয়ান)=৬ষ্ঠ আসমান ৭ম ১ (ওয়ান)=৭ম আসমান ৮ম ১ (ওয়ান)= ??? (আর ত আসমান নাই) এই ৮ম ১ (ওয়ান)টি হলো মহান আল্লাহতায়ালার কুরসী আর জানেনত আমরা কিন্তু আয়াতুল কুরসী নিয়েই বলছি। যার উপর আল্লাহ পাক রাব্বুল আলামীন এর আরশ।

তাছাড়া আল্লাহপাকের আরশ বহন করেন আটজন ফেরেশতা সূরা আল হক্ক্ব এ আল্লাহপাক বলেছেন "এবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে। (17)" মহান আল্লাহ তায়ালা আমার ভুল হলে আমাকে ক্ষমা করুন- আমীন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।