আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি আওয়ামীলীগ শিবির নিয়ে কিছু সাধারন কথা বা বলতে পারেন ছোট মুখে কিছু বড় কথা!

শিবিরের কামলা লুঙ্গি, কাছা সামলা:)http://www.facebook.com/gajuria.mair সত্যি কথা স্বীকার করে নিতে আমার আসলে কোন প্রবলেম কখনো নাই। আমার রাজনীতি নিয়ে যদি মতামত জানতে চান আমি বলবো আগামীবার ভোটকেন্দ্রে গেলে কোন আশা নিয়ে যাবোনা। আমার কেনো জানি কারো উপর খুব বেশী ভরসা নাই, তবে হা জামায়াত যেনো আমার প্রিয় দেশটাকে সৌদি মূর্খ শেখদের চারনভূমি কোনসময় করে তুলতে না পারে সেজন্য আমি আজীবন ভোট দিলে দেবো নৌকায়। আমার মত করে এরকম সোজাসাপ্টা নিজের অবস্হান কয়জন স্বীকার করবার সাহস রাখবেন জানিনা! আওয়ামীলিগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমার দাদার পরিবার এর সাথে জড়িত। কিন্তু নানা করতেন ন্যাপ, আমি এ ব্যাপারে সিওর নানা বেঁচে থাকলে আওয়ামীলীগ করতেন না, হয়ত কোন লেফট্সিট পার্টিকে সাপোর্ট করতেন।

নিজের ক্যারিয়ারে উনি ছিলেন একজন অত্যন্ত সফল মানুষ। এবং ভাবনাতীত জনপ্রিয় একজন মানুষ, মানুষ হিসেবে কতটা নির্লোভ ছিলেন ভাবা যায়না হয়ত উনাদের মত নির্লোভ অনেক মানুষ আজও বেঁচে আছেন তাই এ দেশটা টিকে আছে। আজীবন বলে গেছেন ন্যাপ আমি ছাড়তে পারবোনা, অথচ জাতীয় পার্টি করলে এমপি ইলেকশনে দাঁড়ালে সরাসরি মন্ত্রিত্ব করার সুযোগ উনি ছেড়ে দিয়েছিলেন জোর গলায়। যখন ছোট ছিলাম তখন বুঝতাম না অনেক কিছুই। কিন্তু এখন বুঝি একটা মানুষ কতটা নির্লোভ হলে এসব সুযোগ কে মানুষ হেলায় ফেলে দেয় দেখে শুধুমাত্র নিজের ভালোলাগার জায়গাটা! আর দাদুর কথা কি বলবো দাদু বেশ কয়েকবার চেয়ারম্যান ছিলেন টানা, মানুষ হিসেবে দাদুও কম জনপ্রিয় না, কিন্তু উনি যখন এমপি ইলেকশনের প্রস্তুতি নেন তখন বাড়িতে চরম গন্ডগোল শুরু করে আমার দুই চাচা।

যুক্তি একটাই এতদিন চেয়ারম্যান ছিলেন কোনদিন একটা টাকা তুলে আনতে পারলেন নিজের পকেটে? উল্টা নিজের পকেটের টাকা মানুষকে খাওয়াইছেন! না আপনি টাকা বিসর্জন দিয়ে পারবেন না ইলেকশন করতে। আপনি এমপি হলে আপনি আমাদেরটা বন্ধ করে দরকার হলে মানুষকে দেবেন... এলাকায় একটা মেয়েদের স্কুল তৈরী করা, কলেজ তৈরী করা থেকে উনি কি করেননি? সবচেয়ে বড় কথা এটা ভাবতে আমার খুব গর্ব হয় যে উনি পাকিস্হানে পোস্টিং দিয়ে দেয়ার কারনে পাকিস্হান আমলে সরকারী চাকরিটাই ছেড়ে দিয়েছিলেন। একটাই কথা এদেশ থেকে কোথাও যাবোনা। এখন কথা হচ্ছে আমি এসব কেনো বলছি, বলছি কারন আমি যা বলতে চাই তা লুকিয়ে কিছু বলতে চাইনা। আমার অবস্হান পরিস্কার করেই সবার সাথে কথা বলতে চাই।

সম্প্রতি আমার জানামতে ছোট ছোট কিছু ঘটনা, এবং গত কয়েকবছরের কিছু ঘটনা নিয়ে কিছু বলতে চাই। শিবির গত কয়েকবছরে ব্লগে লীগ এই করলো সেই করলো ছাত্রলীগ অমুক করলো তমুক করলো নিয়ে অনেক লাফালাফি করেছে। এখন বলতে গেলে সেসব ৯৫ ভাগও নাই। আমার জানা এবং দেখা মতে হামা ভাই একজন কনসিসটেন্ট ছাগুফাইটার যিনি কিনা লাগাতার কয়েকবছর নিরবিচ্ছিন্নভাবে ছাগু ফাইট দেন। থ্যাংকস টু হিম।

এর পরে গত দেড় বছর হলো আছেন বা ছিলেন বেঈমান আমি, এরপর বেশ ভালো কোপানিতে আছেন নিয়েল হিমু এবং আরো অনেকে থ্যাংকস অল অফ দেম যাইহোক, আসল কথায় আসি। ব্লগ একটা মাধ্যম, আর বাস্তব জীবন টা হচ্ছে প্রয়োগের জায়গা, তবে ব্লগ বা ফেসবুকের মাধ্যে এই ইন্টারনেটের যুগে যেকোন নতুন ছেলে মেয়ে বয়স ১৭ ১৮ ২০ এদের মাথা নষ্ট করা সম্ভব! সুতরাং নেট এ্যক্টিভিটি কম ইমপরট্যান্ট না। শিবির নিয়ে আসলে খুব বেশী কিছু বলার নাই তারা অলওয়েজ গদামের উপ্রে থাকবে। নো মাফ ! বিএনপির কথা আর কি বলবো। আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশের ইতিহাসে সেরা ব্যর্থ দল, ছাত্রদল তো পুরা পানি! আর তারেক জিয়ার পক্ষে বাংলাদেশের রাজনীতিতে মনে হয়না ফেরা সম্ভব কারন সে আছে এসিলামে! তবে পরবর্তীতে অন্য কোন লিডার হাল ধরে মোড় যদি অন্যদিকে ঘুরায় সে নিয়ে কথা বলা যাবে তখন.. এখন আমি ঠিক আওয়ামীলীগ না,ছাত্রলীগ নিয়ে কিছু কথা বলতে চাই ... ছাত্রলীগ ছাত্রলীগ নিয়ে ছাগুরা ব হুৎ ম্যাৎকার করছে একসময়, এখনও সুযোগ পাইলে করবে হয়ত।

আমার প্রশ্ন বা কথা হচ্ছে সে সুযোগ ছাত্রলীগের আর দেয়া উচিৎ হবেনা। আবার শিবির কুত্তার বাচ্চদের বলতে চাই শোন কুত্তার বাচ্চারা তোদের লীগই মারুক আর দল ই মারুক আর যেই মারুক আমি হের সাপোর্টে কারন তোলা হলি কুত্তার বাচ্চা, তোরা রগ কাটা পার্টি, তোরা কোপানি পার্টি তোগো মারবোনা কি লাইগ্যা???? তোরা কি কারনামা করছিস এতকাল তা লীগ লীগ করে চেঁচাইলেই ঢাকা পড়ে যাবো? আর লীগের পোলাদের কথা গুলা বইলা শেষ করি। আমার ব্যক্তিগত ভাবে ওঠাবসা ছাত্রলীগ, শিবির দুইটার সাথেই হইছে। বিশ্ববিদ্যালয়কালীন জীবনে বেশ ভালো করেই দুই দলের সাথেই বেশ তর্ক বিতর্ক সবই হইছে, এছাড়াও এলাকার ছাত্রলীগের লিডারদের সাথেও দিনের পর দিন বিভিন্ন সময় ওঠাবসা হইছে। কই কখনো তো কোন দিন এমন কোন আচরন ছাত্রলীগের পোলাদের মধ্যে দেখি যা দেখে আমার ওয়াক থু বলতে ইচ্ছা হইছে! কসম খোদার শিবিরের পোলারা দিনের আলোতে সবার সামনে গা্যে হাত তুলবেনা, শয়তানের চক্ষু দিয়া দেখে একটা হাসি দিবে, আসল কাম সাফ করবে রাতে! এত্তবড় শয়তানের প্যাঁচ অন্য কোন দলের মাঝে নাই বাংলাদেশে কসম খোদার! খেয়াল করে ভাইরা আমি কিন্তু বলি নাই ছাত্রলীগ যারা করে তারা সোনা পানিতে ধোয়া তুলসি পাতা ! অবশ্যই তারা মানুষ, আর পাঁচটা মানুষের মত তাদেরও রয়েছে সকল প্রকার রিপু! একটা কথা আমি মনে প্রানে বিশ্বাস করি এবং আমি জানি ব্লগেও অনেক লীগের পোলা আছে তাদের সবার সামনেই কইতেছি, যে ছেলেটার ফ্যামিলি ব হু বছর ধরে লীগের রাজনীতি করে, যে ছেলে নিজে ব হু বছর লীগ করে ইদানিংকার যেসব থার্ড ক্লাস কিছু ঘটনা দেখা যায় সেগুলা করতেছে নব্য কিছু আওয়ামীলিগান কই থে কে আসছে ঠিক নাই! হলে সিটের দরকার, দল ক্ষমতায় আসছে পাওয়ার দেখানো দরকার নতুন করে ঢুকছে দলে এবং কিছু ওয়েটলেস কথাবার্তা বলতেছে যার কারনে পুরা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

আমি বলবো আপনারা যারা এরকম লোক দেখানো ২ দিনের রাজনীতি করতে আসছেন তারা ভন্ডামি বন্ধ করেন , দলের নাম বেচা বন্ধ করেন, কেউ কেউ এমনও করতেছে যে পোলার নিজের বয়স ১৬ ব্লগে আইসা ২৬ বছর বয়স্ক একজনি সিনিয়র লীগার কে উল্টা আরেক কথা বলতেছে! মনে রাখবেন দেশের চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় । আর দল দেশের জন্য। ১ টা বা ২ টা বা ৫ টা মানুষের কিছু কথার জন্য ৫০০০ মানুষকে বিভ্রান্ত করার মানে হয়না। আর এরকম কোন নিম্নশ্রেনীর আচরন দেখলেই সে ছেলেকে সাথে সাথে ঘাড়টা ধরে বের করে দেয়া উচীৎ। এবার আসি ফিমেল ইসুতে।

ফিমেল ইসু নিয়ে বেশ কিছু কথা আছে আমার। এককথায় বলবো আপনি যদি একজন ভালো ব্লগার হন, ভালো রাকনীতিবিদ হোন সর্বোপরি একজন ভালো মানুষ হোন এজকন ফিমেল সে যেই হোক না কেনো যতক্ষন সে ফিমেল কোন ব্যাপারে লিমিট ক্রস না করে আপনি গায়ে পড়ে লিমিট ক্রস করতে পারেন না। ফিমেল ব্লগার, ফিমেল ফেসবুকার এন্ড বাস্তজীবনে যদি ফিমেলদের রেসপেক্ট করতে না পারেন তাহলে কি ব্যাপারটা এই না আপনি মোট পপুলেশনের ৫০ ভাগ নিয়ে বিভ্রান্ত একটা মানুষ ? এবং আপনি জানেন না ভালো বিহেভ কি করে করবেন? একই কথা সিনিয়র ভাইদের ক্ষেত্রে খাটে, সিনিয়রদের রেসপেক্ট করবেন, জুনিয়রদের ভালোবাসা দিবেন, ফিমেলদের রেসপেক্ট করবেন এইসব তো সব ফ্যামিল থেকে শেখানো হয় আপনি যদি না শিখতে পারেন তাহলে কি আপনি পারবেন অদূর ভবিষ্যতে রাজনীতিতে টিকে থাকতে? আশা করি ভাববেন আর হ্যাঁ কোন গেলমানের বাচ্চা কোন কথার উল্টা মিনিং করলে বা এখানে ফাল পাড়তে আসলে আজ মাঝরাতে এখানে *দা মিস যাবেনা। এম্নে রাত ঘন হইছে আর আগামীকাল এতদিন ছুটির পর অফিস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.