আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের আচরণ দেখে কিভাবে তাকে বুঝতে পারবেন!!!অথবা আপনার কৌশলের মাধ্যমে কিভাবে কারো ব্যক্তিত্ব বুঝে নেবেন!!(প্রথম সংখ্যা)

স্বপ্ন দেখি দেশকে এগিয়ে নেয়ার, আমার বিশ্বাস আমি পারব। ধরাযাক আপনি কারো সাথে নতুন পরিচিত হয়েছেন , আর এই ব্যাক্তির সাথে আপনাকে যেকোনো কারনে অনেক মিশতে হবে। যেহেতু এই ব্যাক্তির সাথে অনেক দরকারী কাজ থাকবে তাই এই ব্যাক্তি সম্পর্কে জেনে নেয়াটা খুব জরুরি । প্রথমেই জেনে নিন ব্যাক্তি হিসেবে তিনি কি পজিটিভ নাকি নেগেটিভ ! এই ব্যাপারটা জানার একটা খুব সহজ উপায় আছে। এই ব্যাক্তির সাথে আপনি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছেন দেখুন তার আশেপাশে এমন কিছু কি আছে যা আপনার ভালো লাগে অথবা পছন্দ না হলেও এমন কিছু কি আছে কিনা দেখুন যেটা নিয়ে তাকে প্রশ্ন করতে পারেন।

অথবা তাকে এককাপ চা এর জন্য নিমন্ত্রণ দিন সাথে আপনিও এক কাপ চা পান করুন । এখন আপনার সামনে যা ছিল তা নিয়ে অথবা সেই চা টা নিয়ে প্রশ্ন করুন। তাকে জিজ্ঞাসা করুন “এই বস্তুটি দেখতে কেমন অথবা চা টা কেমন হয়েছে”? এই বার ভালো করে খেয়াল করুন সে কি বলে। যদি বলে “ভা্লো” বলে আপনার সাথে মিলিয়ে দেখুন আসলেই চা/বস্তুটি ভালো ছিল কি না। যদি আপনার মতে চা টা আসলেই ভালো হয় , তাহলে বুঝতে হবে এই ব্যাক্তি আসলেই পজিটিভ তবে সে খুব ইমোশনাল হতে পছন্দ করেন না।

যদি বলে মোটামুটি ভালো , তবে বুঝতে হবে এই ব্যাক্তি বেশ পজিটিভ আর সে কাউকে কষ্ট দিতে বা নিরুৎসাহিত করতে পছন্দ করেনা। যদি বলে বেশি ভালো হয়নি , তবে বুঝতে হবে এই ব্যাক্তি সত্যবাদী, তবে পজিটিভ , কারণ ভালো না হলেও সে ভালো শব্দটা উচ্চারণ করেছে। যদি বলে অনেক ভালো অথবা চরম ভালো হয়েছে তবে বুঝতে হবে এই ব্যাক্তিটি পজিটিভ ও বেশ ইমোশোনাল। আর যদি বলে খারাপ তবে বুঝতে হবে , সে সাংঘাতিক নেগেটিভ একজন ব্যাক্তি তবে অকাট্য সত্যবাদী। যদি বলে খারাপ নয় , তবে বুঝতে হবে এই ব্যাক্তি আসলেই নেগেটিভ , আপনি হয়ত তার কাছ থেকে ভালো কাজের জন্য ও কোন প্রশংসা পাবেন না।

যদি বলে “চলে”, তাহলে বুঝতে হবে এই ব্যাক্তি গড়পড়তা ধরণের । আর যদি চা টা কেন ভালো হয়েছে সেটা বলে অথবা কেন খারাপ হয়েছে সেটা বলে তবে বুঝতে হবে সেই ব্যাক্তিটি খুবই যুক্তিবাদী , তার সাথে যুক্তি দিয়ে কথা বললেই ভালো হবে। তবে প্রত্যেকটা কথা শোনার সময় তার চোখের দিকে খেয়াল করে তার চোখের সাথে কথার ভাষার মিল খোঁজার চেষ্টা করতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ব্যাতিক্রম থাকতেই পারে। আবার আপনার পছন্দের সাথে সেই ব্যাক্তির পছন্দের মিল না ও হতে পারে।

আবার কিছু কিছু ব্যাক্তি খুবই ধুর্ত হয় যারা চোখের ভাষা আপনাকে বুঝতেই দিবে না। আর এই কথাগুলো কোন গবেষণা দ্বারা প্রমানিত নয়। তবে সাধারণত এই কথাগুলো সত্য হয়। লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা মাত্র। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.