আমাদের কথা খুঁজে নিন

   

পাগলার আশুরা দর্শন

অন্ধ হলে বন্ধ হবে না প্রলয়। একবছর আগের কথা। দূর থেকে পাগলারে কিছুটা উত্তেজিত দেখিয়া আগাইয়া গিয়া জিজ্ঞেস করিলাম ঘটনা কি? হাতে থাকা পত্রিকার একটা ছবি দেখাইয়া কহিলোঃ “কতশত বছর পূর্বের কারবালার প্রান্তরে ঘইট্টা যাওয়া হৃদয়বিদারক ঘটনার স্মরণে যদি আপ্লুত হইয়া কেউ নিজের শরীরকে এমনে রক্তাক্ত করতে পারে তাইলে সে এইদেশে বাইচ্যা আছে কেমতে? কারবালার চেয়েওতো হাজার-লক্ষগুণ বেশি ষড়যন্ত্র, অন্যায়-অত্যাচার, জুলুম-হত্যা কি এইদেশে চলিতেছে না?” তৎক্ষণাৎ শক্ত কোন যুক্তি মনে না আসায় কাটিয়া পড়েছিলাম। অদ্য আশুরার দিনে সেই পাগলার সাথেই রিক্সায় গমনকালে কিছু ছেলে রিক্সা থামাইয়া আশুরার সিন্নির জন্য চাঁদা চাইলে...... না থাক! পরবর্তী ঘটনা না বলাই শ্রেয়। শুধু বলিতে পারি সময়ের সাথে তাল মিলাইয়া চলতে না পারা পাগলাদের সংগ পরিত্যাজ্য হওয়া বাঞ্ছনীয়। ইহাতে আর কিছু না হউক অন্তত বিব্রত হওয়া থেকে তো রেহাই পাওয়া যাবে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.