আমাদের কথা খুঁজে নিন

   

নুরা পাগলার বোধোদয়: ছাগল জাতীয় পুরুষ!

রাজাকার মুক্ত ব্লগ চাই

[গতকাল কইছিলাম নারী বিষয়ে, এতে কয়েকজন অবজেকশান দিয়েছে এই বলে যে এটা নারীদের বিরুদ্ধে কথা। সুখের কথা -টোকাইয়া পাওয়া কিতাবে নারী ও পুরুষ উভয়ের বিষয়ে কথা বলা আছে। তাই জেন্ডার ব্যালেন্স কইরা আইজার পোস্ট। দয়া কইরা কেউ নিজেরে এর সাথে তুলনা কইরা মাইন্ড খাইয়েন না। এটা একটা রম্য রচনা হিসাবে উপভোগ করুন] ছাগল জাতীয় পুরুষ কিছুটা বেঁটে এবং ক্ষুদ্র।

ইহাদের জিহবা অন্যান্য পুরুষদের তুলনায় কিছুটা বড় হইয়া থাকে। ইহারা পুরুষদের মধ্যে সবচেয়ে লজ্জাহীন। পর-স্ত্রীর সাথে ইহারা প্রেমালাপ করতে সর্বোদা উন্মোখ। ইহারা পর নারী দর্শন করিলে কামানুভাব করে এবং পর নারী গমন ইহাদের বিশেষ বৈশিষ্ট্য। ইহাদের মুখের ভাব দেখিয়া মনে হয় ইহার কি যেন গভীর চিন্তায় মগ্ন।

আসলে তাহা নহে, তাহারা পাপ চিন্তা এবং পাপ কার্যই ইহাদের মধ্যে নিহিত। ইহারা সর্বোদা ধর্মভাব এবং সত আচরনের ভান ধরিয়া থাকে। কিন্তু আসলে এরা নিজের স্বার্থের জন্য ধার্মিক ভান ধরিয়া থাকে। মুখে মুখে এরা প্রচুর ধার্মিক ভাব প্রকাশ করিয়া থাকে এবং সকলকে ধার্মিক হইতে উপদশ দেয়। রাত্রিতে ইহার নিদ্রা যায়না এবং বিভিন্ন রকমের পাপ কার্যে লিপ্ত থাকে এবং দিনের বেলায় অভ্যাস গত ভাবে বেশী ঘুমায়।

ইহাদের মধ্যে লোকজনের মন রাখিয়া কথা বলা অভ্যাস খুব বেশী। কোনরকম উপদেশমুলক বাক্যে ইহারা বিরক্ত হয় এবং উপদেশ প্রদানকারীকে হেয় করে জনসমক্ষে অপরিচিত, অনভিজ্ঞ এবং অপরিপক্ক লোক গণ ইহাদের বাহ্যিকরুপ প্রতারিত হইয়া ইহাদের গুনবান বলিয়া মনে করিয়া থাকে। (চলবে ---যদি পাবলিক খায়)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.