আমাদের কথা খুঁজে নিন

   

অতএব ভালবাসা

নিজকে আজও আবিষ্কার করতে পারিনি। ভালবাসা, ঘাস ফুলের পুনরায় জীবন ভিক্ষা, রাতের শিশিরের প্রথম বিন্দু, এক জাঁক জোনাকি, আধারের কানে সদ্য বলা কোন কথা, যা তুমিও জান না, আমিও না । রাতের যৌবন, আধারের উদর ফুড়ে ভোরের প্রথম আলোকরশ্মি । ভালবাসা মানে, শীতের সকালে আঙিনায় বসে রোদের আহবান । শ্রাবণের প্রথম জলকণা, বসন্তের শেষ বিকেল, গোধূলির ছায়া, রাতের আকাশ ।

চিলেকোঠার বিছানায় শুয়ে থাকা জোছনা, খামখেয়ালী যুবকের রাত জাগা । ভালবাসা মানে সকালের ঘুম, ভেজা চুল, অলিক কোন স্পর্শের শিহরণ, সুখ, আবার সবার অলক্ষ্যে গভীর কোন বেধন । জলতরঙ্গে ডোবে যাওয়া নয়, তরঙ্গের মূর্ছনায় ভেসে থাকা ভেলা, প্রবহমান নদীর মত । বাবুই পাখির বাসার মত । ভালবাসা মানে অসীম পথ, অবারিত প্রান্তর, দুরের বিলে শালুক পাতায় বসা একটি বক, এক যাক কবুতর, দুটি কাক অথবা বটবৃক্ষ ।

ভালবাসা মানে এক থালা গরম ভাত, এক গ্লাস জল, হাত পাখার বাতাস, ময়লা দুই টাকার নোট । আর ভালবাসা হচ্ছে একটি সিগারেট। সবশেষে ভালবাসা আমার এই কবিতা । শ্রোতি তারপরও কি তুই বলবি আমি ভালবাসা বোঝিনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.