আমাদের কথা খুঁজে নিন

   

একটি নতুন ব্লগের আত্মকথা

এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে, ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে। শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশান। আমি পুরোপুরি জানতাম না ব্লগ কাকে বলে। নিজের মরিচা ধরা কিছুটা উর্বর মস্তিষ্কে এইটুকু ধারণা করলাম ব্লগ হয়তো নিউজপেপার টাইপের কিছু একটা হবে।

এই ধারণা ছিল আদ্যিকালে। ধারণাকে বাস্তবটায় রুপ দিতে আজ চলেই আসলাম এই জগতে। শুনলে হয়তো কেউ হাসবে, কেউ কানাকানি করবে, আবার কেউবা মুখের সামনে বলেই ফেলবে, ''এতো দিনেও ব্লগ কি এইটা জানে না আবার ব্লগ লিখতে আইছে?'' আমি বলবো, আমি আজ কোন ব্লগ লিখছি না। আমি কি করে ব্লগের ঠিকানা পর্যন্ত এলাম তারই একটা ছোটখাটো খসরা তৈরি করছি। অজানা অন্ধকার রাস্তায় টর্চ জ্বালানোর মতো কিছু একটা লিখছি এখন।

বাংলা সিনেমার ভাষায় বলতে হয়, ''ব্লগের দুনিয়ার আইসা আমার আশা ফুরাইলো। '' কিছুক্ষণ আগেই কোথায় নতুন ব্লগ লিখতে হয় সেটা গরু খোঁজা খুজচ্ছিলাম। পরে দেখলাম চোখের সামনেই। তালগোল পাকিয়ে ফেলছিলাম, আসলে এখনও ফেলছি। কোথায় কি হয় এখনও বুঝতে পারছি না।

গ্রামে কোন ছেলে যখন প্রথম তারি খেয়ে একটু টাল হয়ে যায়, মাথা ঘোরে,সব ঝাপসা লাগে ঠিক এমন লাগছে। বুঝতেই তো পারছেন আমি প্রোফেসনাল লেখিকা নই। তাল সামলাতে সময় লাগবে। পরে যখন অভ্যাস হয়ে যাবে, হয়তো ব্লগের নেশায় নেশাগ্রস্থ হয়ে যাবো। আজ প্রথম দিন এই জগতে।

ব্লগে আসার কাহিনী তো কিছুটা বললাম। একটু পরে কি হবে তারও একটা ধারণা দিয়ে দেই। আমি আমার পোস্ট চার চোখ লাগিয়ে খুঁজবো। কোথায় আছে সেটা দেখার জন্য। আপনাদের অভিমত গুলো পড়ার চেষ্টা করব যদি দিয়ে থাকেন।

আবার এমনও হতে পারে, পোস্ট খুঁজে পাব না। কিন্তু অনেক দিন পরে যখন হয়তোবা রাস্তা চিনে যাব তখন খুঁজে দেখব আমার প্রথম পোস্টের আত্মকথা। আসলে প্রথম কোন কিছুই ভোলা যায় না। এখন ইতি টানি। রাত গভীর হতে চলল।

অন্তত কিছু মন্তব্য পড়ে ঘুমোতে যাব। আজকের মতো শুভরাত্রি এবং আগাম ঈদ মোবারক যদি কাল আর লেখা না হয়। নতুন পথে যেমন হারিয়ে যাওয়ার ভয় থাকে ঠিক তেমনি সেই পথই কেউ কেউ সারাজীবন মনে রাখে। [বি.দ্রঃ এই ব্লগটি আমার প্রথম লেখা, হারিয়ে গিয়েছিল। ]  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.