আমাদের কথা খুঁজে নিন

   

মালালা বনাম ফিলিস্তিনের শিশু

একজন মালালার জন্য, একজন মালালার জন্যে কেঁদে আমি অশ্রুহীন , ফিলিস্তিনের শিশুদের জন্য, আমি বোধহীন মানব মূর্তি । একজন মালালার জন্য, একজন মালালার জন্যে আমি গুমরে কেঁদে ফেরি, হৈ চৈ করি, তোল পাড় করি, লাথি মারি বিশ্ব মানবতার মেরুডণ্ডে । ফিলিস্তিনের শিশুদের জন্যে, আমার কান্না আসেনা, তাজা রক্তে আমি হাত রাঙাই, ফুটফুটে নিষ্পাপ চেহেরাকে আমি বিদীর্ণ করি । একজন মালালার জন্য, একজন মালালার জন্যে , আমার নির্ঘুম রাত, রাত জেগে কলমের গর্জনে বিশ্ব কাঁপাই , এয়ার এটাকে ধ্বংসস্তূপে শিশুদের কান্না আমার কর্ণ স্পর্শ করেনা । আমি রাত জেগে ভাবি, আমি কি মানুষ না বুদ্দিজীবী ? বিঃদঃ গতকাল রাতে ফিলিস্তিনে বোমা বর্ষণের একটা ভিডিও দেখে কবিতাটা লিখেছিলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.