আমাদের কথা খুঁজে নিন

   

মালালা, তালেবান এবং পাকিস্তান....

হালুম, হালুম.... পাকিস্তানের ১৪ বছর বয়সী কিশোরী মালালা ইউসুফ জাইয়ের ওপর তালেবানের হামলা এখন আলোচিত হচ্ছে বিশ্ব জুড়ে। সবাই নিন্দা জানাচ্ছে এ ন্যাক্কারজনক হামলার। মালালার সুস্থতা কামনায় প্রার্থনা হচ্ছে পুরো পাকিস্তানে। পাকিস্তান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শান্তিকামী মানুষ আজ পাকিস্তানের 'কন্যা সাহসিকা'র পাশে। মালালার ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে পাক সরকার।

কিন্তু যে তেহরিক ই তালিবান পাকিস্তান (টিটিপি) মালালার ওপর হামলা চালানোর কথা স্বীকার করেছে তাদের বিরুদ্ধে কিন্তু দৃশ্যত কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। এই মালালাকে ঘিরে রাজনীতিও জমে উঠেছে পাকিস্তানে হিসেব মেলাতে হলে একটু বাঁকা চোখে তাকাতে হবে আমাদের। পাকিস্তানের সুদীর্ঘ সেনা শাসনের ইতিহাস আমরা সবাই কম-বেশি জানি। অনেকের আশঙ্কা আবারো আসতে পারে সেনা শাসন। এ পর্যায়ে সবচেয়ে বড় যে প্রশ্ন আসবে, তা হলো কিভাবে? মালালার ওপর হামলার ঘটনায় পাকিস্তানের সাধারণ জনগণের মধ্যে এখন তালেবান বিরোধী মনোভাব প্রবল হচ্ছে।

এই তালেবানের বিরুদ্ধে দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান চালিয়েছিলো সেনাবাহিনী। সেনা অভিযানের মুখে ২০০৭ সালে দক্ষিণ ওয়াজিরিস্তান ছেড়ে উত্তর ওয়াজিরিস্তানে ঘাঁটি গেড়ে বসে টিটিপি। তখন থেকে উত্তর ওয়াজিরিস্তানে শক্ত অবস্থান রয়েছে টিটিপি'র। মালালার ওপর হামলাকে কেন্দ্র করে তালেবানদের বিরুদ্ধে সেনা অভিযান চালানোর দাবি জোরদার হচ্ছে। এক্ষেত্রে সেনাবাহিনী বলেছে, তালেবানদের বিরুদ্ধে অভিযান চালাতে তাদের কোনো সমস্যা নেই।

কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, আপাতত তালেবানদের বিরুদ্ধে অভিচান চালানোর কোনো সিদ্ধান্ত সরকার নেইনি। পাক স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য অনেকটা তালেবানদের পক্ষে। আবার সেনাবাহিনী নিজের ইমেজ ঠিক রাখার জন্যই সামরিক অভিযানের বিষয়টি বেসামরিক প্রশাসনের ওপর ছেড়ে দিয়েছে। তার অর্থ, দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকলেও বিষয়টি নির্ভর করে বেসামরিক প্রশাসনের ওপর...এমনটি বোঝাতে চাইছে পাক বাহিনী। এক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় যেটি তা হচ্ছে, পাকিস্তানে যতোবারই সামরিক শাসন এসেছে সবক্ষেত্রেই দেখা গেছে, সামরিক বাহিনী জনগণকে এটাই বোঝাতে চায় যে, বেসামরিক সরকার দেশ রক্ষায় ব্যর্থ।

এবং তারপরই ক্ষমতা দখল করে জেনারেলরা। সবকিছু মিলিয়ে দেখলে, হিসেব তাহলে কি বলে?? Source: dawn.com  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.