আমাদের কথা খুঁজে নিন

   

আলেকজান্ডার দ্য গ্রেটের বাবার শাসনামলের স্বর্ণালঙ্কারের সন্ধান লাভ

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক আলেকজান্ডার দ্য গ্রেটের সময়ের বেশ কিছু সমাধিক্ষেত্র ও স্বর্ণালঙ্কার খুঁজে পেয়েছেন বুলগেরিয়ার প্রত্নতাত্ত্বিকরা। দেশটির উত্তরাঞ্চলে রাজধানী সোফিয়া থেকে ৪০০ কিলোমিটার দূরে সিভেশাতারি গ্রামের ওমার্টেজ পর্বতের কাছে সমাধিগুলো খুঁজে পাওয়া যায়। সেখানে মোট ১৫০টি সমাধি রয়েছে। এগুলো থ্রাসিয়ানদের (প্রাচীন গ্রিক জাতি) এবং আনুমানিক খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের বলে প্রত্নতাত্ত্বিক দলের প্রধান ডায়ানা এরগোভা জানান। সমাধির মধ্যেই পাওয়া যায় স্বর্ণালঙ্কারগুলো।

এসব অলঙ্কারের মধ্যে রয়েছে-মাথার টায়রা, আংটি, ঘোড়ার মাথা সংবলিত সিলমোহর ও মুদ্রা। এগুলোর মধ্যে তিন স্তরের টায়রার চারপাশে বাঘ, সিংহ ও ঘোড়ার ছোট ছোট মূর্তি আঁটা রয়েছে। ডায়ানা জানান, অলঙ্কার ও সিলমোহর থেকে প্রাপ্ত তথ্যে বোঝা যাচ্ছে এগুলো আলেকজান্ডার দ্য গ্রেটের বাবার শাসনামলের। যিনি মেসিডোনিয়ার শাসক ফিলিপ দ্বিতীয়র শ্বশুর। এসব থেকে আরও তথ্য পাওয়া যাবে বলে তিনি জানান।

সূত্র ডেইলি মেইল। তথ্যসূত্র- Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.