আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেরার প্রতিদ্বন্দ্বী মুঠোফোন লেন্স। এ লেন্স স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারে যে মানের ছবি তুলবে তা সহজেই এসএলআর মানের ছবির সমতুল্য হবে।

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা মুঠোফোনে ব্যবহার উপযোগী অত্যন্ত পাতলা একটি লেন্স উদ্ভাবন করেছেন। এ লেন্স ব্যবহার করে মুঠোফোনেই ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে।

এক খবরে টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে। বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘প্লাসমোনিক মেটালেন্স’ নামের এ লেন্সটি তৈরি করেছেন। গবেষকেদের দাবি, নতুন এ লেন্স স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারে যে মানের ছবি তুলবে তা সহজেই এসএলআর মানের ছবির সমতুল্য হবে। গবেষক সুয়াং ঝ্যাং জানিয়েছেন, স্মার্টফোনের অপটিক্যাল পদ্ধতিতে নতুন নতুন সুযোগ ও সুবিধাজনক নকশা সুবিধা যুক্ত করবে ‘প্লাসমোনিক মেটালেন্স’। নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকেরা জানিয়েছেন, প্রচলিত লেন্স তৈরির ক্ষেত্রে বাঁকানো কাচের পৃষ্ঠতল ব্যবহার করে আলোর দিক পরিবর্তন করা হয় এবং ছবি ছোটো বা বড় করা যায়।

‘প্লাসমোনিক মেটালেন্স’ তৈরিতে কাচের সমতল পৃষ্ঠে সোনার ন্যানো রডের স্তর ব্যবহার করেছেন গবেষকেরা। যাতে লেন্সের অ্যাপারচার দাঁড়ায় ৮০ মাইক্রোমিটার যা মানুষের চুলের প্রস্থের চেয়েও কম। এ লেন্সটিকে সহজেই আলো কমানো বাড়ানোর মাধ্যমে ওয়াইড অ্যাঙ্গেল মোড থেকে জুম মোডে পরিবর্তন করা সম্ভব। লেন্সের সামনে একটি ফিল্টার যোগ করে এ সুবিধা পাওয়া যাবে। স্মার্টফোনের উপযোগী লেন্স তৈরিতে কাজ করছেন গবেষক সুয়াং ঝ্যাং ও তাঁর গবেষক দল।

সুত্র ঃ প্রথম আলো,১৯.১১.২০১২ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।