আমাদের কথা খুঁজে নিন

   

ডেন্টাল ক্যাম্প গোপিনাথপুর , কসবা , ব্রামনবাড়িয়া (২৪-০২-২০১২) (ছবিপোষ্ট)

আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। এই ক্যাম্পের কথা আমরা কোন দিন ভুলবো না ।

সবার প্রশ্ন ছিল , "আর কত দূর ?" ক্যাম্পটা অনেক দূরে ছিল । যা হোক , ক্যাম্পের ছবি আমার কাছে ছিল না । অনেক খুজা-খুজির পর এক বন্ধুর ফেইসবুক আ্যালবামে ছবি গুলো পেলাম । ক্যাম্প কসবা : (ডা: আদনান ফয়সালের বাবার বন্ধুর বাড়িতে) ক্যাম্প থাকলে আগের দিন আমরা জড়ো হই ডা: ছোটনের বাসায় । ইন্সট্রুমেনট গুলো গুছিয়ে রাখতে হয় ।

আমি ও বন্ধু ডা: আলম যাচ্ছি ডা: ছোটনের বাসায় ঘুম ঘুম সকাল । যাএা শুরুর আগে , সবাই জড়ো হয়েছি শেওড়া রেলগেটে । যাএা হলো শুরু (সামনে ডা: রথি ও ডা: সাফকাত , পিছনে আমি ও বন্ধু ডা: আলম) যাএা পথে , ডা: সাফকাত ও ডা: ছোটন পথেই সেরে নিলাম সকালের নাস্তা । লম্বা পথ , আমার আর আলমের হা করা ঘুম হি হি হি , গাড়ি নষ্ট হয়ে গেছে , হি হি হি মেজাজ বিলা ভাই গাড়ি তো নষ্ট , আমরা যাই ঘুড়তে , আপনে গাড়ির কাছে থাকেন । হি হি হি কাজ করি ... দুপুরের খারার ।

কাজ শেষ এখন ছবি তুলবো - আমার ব্যাচমেট ও আমি নেপালি ডাক্তাররা ... আয়োজকদের সাথে আমরা .... ক্যাম্প শেষ ... গুডবাই কসবা ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.