আমাদের কথা খুঁজে নিন

   

ডেন্টাল ক্যাম্প লাকশাম , কুমিল্লা (০৯-১১-২০১২) (ছবি পোষ্ট)

আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। আবার ক্যাম্পে যেতে পারলাম না ।

এবারের ক্যাম্প লাকশাম, কুমিল্লাতে । তো চলুন দেখে আসি আমাদের ক্যাম্পের ছবি । ক্যাম্প লাকশাম : (লাকশাম পৌর মেয়র আলহাজ্ব মফিজুর রহমানের উদ্দোগে) যাত্রা হলো শুরু সেই পুরনো জায়গা থেকে শেওড়া রেলগেট । আমাদের নেপালি বন্ধু ববলু সাথে সজীব ডা: ছোটন , প্রেসিডেন্ট , ফর দি পিপল , সিটে জায়গা না পেয়ে ড্রাইভারের পিছনে । সবচেয়ে জুনিয়ার , ডা: আশিক ।

আগের দিন রাত ৯টায় যাত্রা শুরু হয় । ভোর ৪টা , ৮টা থেকে ক্যাম্প , ঘুমাবে আর কি , তাই জামপেস আড্ডায় মক্ত ডাক্তাররা । ক্যাম্পের ব্যানার । ডা: ছোটন , সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন । সবাই রেডি ।

ক্যাম্প স্টার্ট । দিনের প্রথম আ্যানেসথেসিয়া , কাকে দিব ? : ডা:সাফকাত ডা: সাগর । খুব একটিভ একটা ছেলে । আমার ছোট ভাই আমার একমাত্র বন্ধু , ক্যাম্পের নিয়মিত ট্রেইনার , সার্জন হিসাবে নাম করে নিয়েছে , খুবই পরিশ্রমী একটা ছেলে , ডা: আলম । আমাদের ক্যাম্পের স্টার ডাক্তার আরেক জন স্টার , লেকচারার সাফেনা উইমেন ডেন্টাল কলেজ , ডা: মাহমুদ আরও একজন স্টার , জুনিয়ার ডাক্তারদের কি শিখাচ্ছে ডা:সাফকাত ? ডা: সুমি ম্যাম , সিনিয়ার লেকচারার , পাইওনিয়ার ডেন্টাল কলেজ , সবার খবর নিচ্ছেন ।

ব্যাবস্থা পত্র বুঝিয়ে দিচ্ছেন ডা: সুমি ম্যাম খাওয়া- দাওয়া --- (বেস্ট পার্ট আই মিসড) দুপুরের খাবার । কিছুই বলার নাই ... বিকালের নাস্তা । মিটিং । অপ্রত্যাশিত গিফটস , সবাই খুশি । স্থানীয় সংবাদমাধ্যমে এসেছে সে খবর ।

এখানে (চলবে)আবার ক্যাম্পে যেতে পারলাম না । এবারের ক্যাম্প লাকশাম, কুমিল্লাতে । তো চলুন দেখে আসি আমাদের ক্যাম্পের ছবি । ক্যাম্প লাকশাম : (লাকশাম পৌর মেয়র আলহাজ্ব মফিজুর রহমানের উদ্দোগে) যাত্রা হলো শুরু সেই পুরনো জায়গা থেকে শেওড়া রেলগেট । আমাদের নেপালি বন্ধু ববলু সাথে সজীব ডা: ছোটন , প্রেসিডেন্ট , ফর দি পিপল , সিটে জায়গা না পেয়ে ড্রাইভারের পিছনে ।

সবচেয়ে জুনিয়ার , ডা: আশিক । আগের দিন রাত ৯টায় যাত্রা শুরু হয় । ভোর ৪টা , ৮টা থেকে ক্যাম্প , ঘুমাবে আর কি , তাই জামপেস আড্ডায় মক্ত ডাক্তাররা । ক্যাম্পের ব্যানার । ডা: ছোটন , সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন ।

সবাই রেডি । ক্যাম্প স্টার্ট । দিনের প্রথম আ্যানেসথেসিয়া , কাকে দিব ? : ডা:সাফকাত ডা: সাগর । খুব একটিভ একটা ছেলে । আমার ছোট ভাই আমার একমাত্র বন্ধু , ক্যাম্পের নিয়মিত ট্রেইনার , সার্জন হিসাবে নাম করে নিয়েছে , খুবই পরিশ্রমী একটা ছেলে , ডা: আলম ।

আমাদের ক্যাম্পের স্টার ডাক্তার আরেক জন স্টার , লেকচারার সাফেনা উইমেন ডেন্টাল কলেজ , ডা: মাহমুদ আরও একজন স্টার , জুনিয়ার ডাক্তারদের কি শিখাচ্ছে ডা:সাফকাত ? ডা: সুমি ম্যাম , সিনিয়ার লেকচারার , পাইওনিয়ার ডেন্টাল কলেজ , সবার খবর নিচ্ছেন । ব্যাবস্থা পত্র বুঝিয়ে দিচ্ছেন ডা: সুমি ম্যাম খাওয়া- দাওয়া --- (বেস্ট পার্ট আই মিসড) দুপুরের খাবার । কিছুই বলার নাই ... বিকালের নাস্তা । মিটিং । অপ্রত্যাশিত গিফটস , সবাই খুশি ।

স্থানীয় সংবাদমাধ্যমে এসেছে সে খবর । এখানে (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.