আমাদের কথা খুঁজে নিন

   

~~~কবিতা হয়ে ঘুমিয়ে থাকো তুমি আমার ডায়েরীর পাতায় পাতায়~~~

কবিতা হয়ে ঘুমিয়ে থাকো তুমি আমার ডায়েরীর পাতায় পাতায় নির্লিপ্ত আবদ্ধ চোখে স্থিতু প্রগাঢ় অমানিশা শতাব্দীর জমাট অন্ধকার হতে বহমান অতীতের গান.... এক একটি পত্র পল্লবে এক একটি ধুম্র ইতিহাস..... কখনও জলে কখনও স্থলে কখনও বা মায়াজাল খেলা করে আমার আঙ্গুলের ডগায় ডগায়, প্রতি তন্ত্রীর লৌহকনিকায়, নীলাভ শিরায় .... পাতা উল্টাই, ছুঁয়ে ছুঁয়ে যাই অবিশ্রুত ভালোবাসার পেলব অভিমানে বিষাদীয় সঙ্গীতের সূর গুন গুন, কোমল গান্ধার, জেগে ওঠো তুমি চোখ মেলো ঘুমপূরীর রাজপুত্র, সোনার জীয়ন কাঁঠি জাগে শিওরে তোমার....... ললাটে ছোঁয়াই তপ্ত অধর, পরম আদরে, শোনাই গল্পকথা জ্যান্তব রুপকার বন্দী রাজকন্যা, দৈত্যি দানো, সাত সমুদ্র তেরো নদী মন্ত্রমুগ্ধ মোহাবিষ্ঠতায় অবাক চেয়ে রও তুমি, পলকহীন মুগ্ধশ্রোতা! হরতন চিড়েতন রুহিতন তাসের খেলাঘরে প্রতিষ্ঠা পায় প্রাণ পৌত্তলিকা শব্দজ্যোসনায় দৃষ্টিদান করি,বাঁধি মায়াহরিণীর প্রেমে উতল ভালোবাসায় গাঁথি মালা অমরাবতী শ্রান্তিহীন অবিরাম.... অদল বদল রৌপ্য ঘুমকাঠি পুনশ্চ পূণর্বার দীঘল শীতার্ত রাত্রী অলস দুপুর অথবা ঝুম বর্ষন সন্ধ্যা কবিতা হয়ে ফের ঘুমিয়ে পড়ো তুমি আমার ডায়েরীর নক্সীপাতার ভাজে বন্ধ মলাটে জাগে স্মৃতির মেলানকলিয়া অনিদ্র নীলকন্ঠী বালিকার মৌন মনিহার!!! Click This Link 'গাব্রিয়েল সুমন' পিচকি একটা কবি ভাইয়া কিন্তু তার কবিতা পড়ে মনে হয় পূর্বজনমে নিশ্চয় সে কোনো বিখ্যাত কবির আত্মার ভেতরে ছিলো। ভাইয়াটা এখন ব্লগে অনেক অনিয়মিত। কবিতাও লিখতে দেখিনা তেমন আজকাল। ভাইয়াটা মনে হয় অনেক ব্যাস্ত হয়ে গেছে। ইচ্ছে করলেই অবশ্য তার খোঁজ নেওয়া যায় কিন্তু আমি তাকে ব্যাস্তই থাকতে দেই। যাইহোক অনেক ভালো থেকো পিচকি ভাইয়া। তোমাকে আমি ভুলিনি একটুও আর তোমাকে দিলাম আমার অং বং কাব্যচেষ্টা থেকে এই উপহারটা। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য! অনেক বড় হও!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.