আমাদের কথা খুঁজে নিন

   

তরুণ উদীয়মান ক্রিকেটারদের উদ্দেশ্যে আমার এক অমূল্য উপদেশ...

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran) গতকাল বাংলাদেশ খেলাটা জমিয়ে দেয়ায় বহুদিন পর আগ্রহ নিয়ে খেলা দেখছি। গতকাল চিন্তাভাবনা সব ক্রিকেট নিয়েই ছিল। অনেক ভেবে দেখলাম আমার মত প্রতিভা কেন জাতীয় দলে খেলতে পারল না। ভেবে দুটো কারণ পেলাম যার কারণে আমি জাতীয় দলে ঢুকতে পারিনি। ১) সাবেক সতীর্থ ইমরোজের কারণে (যাকে আপনারা জুনায়েদ সিদ্দিক নামে চেনেন।

কাঁঠালবাগানে সে ওপেন করত বলে আমাকে সাইডলাইনে বসে থাকতে হত! (সে যোগ্যতর প্রতিভা হিসেবেই ওপেন করত। এই কারণটা রসিকতা করে বললাম। ) ২) এটাই আসল কারণ। কারণটা হল আমি যত কোচের আন্ডারে প্র্যাকটিস করেছি আমি ভাবতাম আমি তাদের সবার চেয়ে ক্রিকেট বেশি বুঝি!!! (এর একটা উদাহরণ দিই আমি জাতীয় দলের সাবেক এক কোচকে একবার প্র্যাকটিসে জিজ্ঞাসা করেছিলাম ফ্লিপার আর কুইকার ডেলিভারির মধ্যে পার্থক্য কী? তিনি যে উত্তর দিয়েছিলেন তা আমার এখন মনে নেই। তবে তখন তার উত্তরটা শুনে আমি ভেবেছিলাম উনি ত ক্রিকেট জানেই না!) তাই তরুণ উদীয়মান ক্রিকেটারদের উদ্দেশ্যে আমার এক অমূল্য উপদেশ... তুমি যদি তোমার কোচের থেকে বেশি জেনেও থাক তাদের কথামত চলবে।

কারণ তাদের আছে অভিজ্ঞতা যা তোমার নেই... অভিজ্ঞতা শেখা যায় না। সময়ের সাথে সাথে এটা অর্জিত হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।