আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যা তুমি দশ পিঁপড়া

মিথ্যে বলছি ভাবছো কি ? চোখের কোনা বেয়ে যা ঝরছে তা সব বালিশে । তুলো গুলো কি বোকা ! ওগুলো খেয়ে পেট ঢোল করে আছে । একটুখানি চাইলাম তো কি চোটপাট ! জানো সাতদিন অভুক্ত, পানি খেতেও পারছি না । জলাতঙ্ক ? কোন কিছু যে কামড়ায় নি ! তুমি খাচ্ছ তো ঠিকঠাক ? তোমাকে জড়িয়ে কাঁদতে চেয়েছিলাম... তাই নিয়ে আমার কি অজুহাত ! কিন্তু তুমি তা দেবে কেন ? কোথায় দেবে ? এমন কোন যে স্থান নেই,শুধু কাঁদার । আমি শুধু একটু কাঁদতেই চেয়েছিলাম,জানো ? একটু কাঁদতে ।

মহাত্মা গান্ধীর মতো চোখের পাশে দুটো সুতো পানির । চশমা লাগছে না,দিব্যি দেখছি । দেখার তো তেমন কিছু নেই ও । আমি চলে গেলে তুমি আসবে তো ? শেষ দেখা দেখতে ? কটা হলুদ গোলাপ নিয়ে এসো তো... তোমার প্রিয় যে গোলাপ । কখনো তোমায় দেয়া হয়নি ! ফুল ছেঁড়া যে আমার সহ্য হয় না ।

ঐদিন এনো । কেউ যখন কাঁদবে না, ফুলগুলই নাহয় কাঁদুক,প্রিয়জন হারানোর করুণ শোকে । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.