আমাদের কথা খুঁজে নিন

   

টাইগাররা ঢাকা টেস্টে (ছবি ব্লগ)

দেখা যত ছবি, শোনা যত শব্দ, হৃদয়ের সব উপলব্ধি, আর যত এলোমেলো ভাবনা বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ব্যাটিং এ ৫৫৬ রান, নাইমের সেঞ্চুরিটা এক বড় প্রাপ্তি হলেও প্রাপ্তিটা আরও বাড়ত যদি সাকিবের ৮৯ আর নাসিরের ৯৬ গুল শতরানে রুপ নিত। তবু যা পেয়েছি তাও কম না, আলহামদুলিল্লাহ্‌। আর চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ২৪৪/৬, লিড ২১৫ রানের যা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট না যদিনা আমাদের ইনিংস এ মড়ক লাগে! আর যদি সকালে প্রথম সেশনেই ওদের দ্রুত শেষ করা যায় তাহলে জয় হাতছানি দেবে বাংলাদেশের সামনে! সেই সূত্রে ঘটনাবহুল চার দিনের ছবি নিয়ে আয়োজন- ক্রিস গেইল ব্যর্থতা দুই ইনিংসেই, এটাকে আমাদের বোলারদের সফলতাও বলা যায় নিঃসংশয়ে এই বয়সেও চন্দরপল উজ্জ্বল তার মতই তামিমের T20 টেস্ট এ! অসাধারন স্ট্রোক প্লের প্রদর্শনী যদিও টেস্ট মেজাজটাই আকাঙ্খিত ছক্কা নাইমের উদ্ভাসিত শতক বাঘের তীব্র হুংকার নাসিরের ৯৬ রানের আফসোস সামনে হবে ইনশাআল্লাহ্‌ ব্রাভো স্ট্রোকে অনেকটাই লারাকে মনে করিয়ে দেবার মতই পাওয়েল কে তালি দিতেই হচ্ছে, দুই ইনিংসেই সেঞ্চুরি কোন ছোট কাজ না তা যে উইকেট বা বোলার দেরকে খেলেই হোক উল্লাসিত বাংলাদেশ দল, আশা করি কালকে এই ছবির সিকুয়েল পোস্ট করতে পারব, উদ্ভাসিত হব টেস্ট জয়ের আনন্দে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।