আমাদের কথা খুঁজে নিন

   

ব্যতিক্রমী সৃজনশীল প্রশ্ন

দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! শিক্ষার মান উন্নয়নে চালু হয়েছে সৃজনশীল প্রশ্ন। আমরা ব্লগে অনেকেই আছি যাদের সৃজনশীল প্রশ্নে উত্তর দেওয়ার সৌভাগ্য হয়নি। বাংলাদেশের সামগ্রিক অবস্থার প্রেক্ষাপটে তাই ব্লগারদের জন্য বানিয়েছি কিছু ব্যতিক্রমী সৃজনশীল প্রশ্ন । একবার চোখ বুলিয়ে নিতে পারেন বা দিতে পারেন উত্তর # মাহতাব সাহেব অর্থের জোরে সম্মানিত ব্যক্তি। যদিও আড়ালে আবডালে তাকে ঘুষখোর হিসাবে ডাকা হয়।

সেদিন বিকেল বেলায় অফিসে শেষ মুহুর্তে এক জন একজন শিক্ষক কে নাস্তাবুদ করে ৫০ হাজার টাকা ঘুষ নিলেন। তিনি অবশ্য এটাকে ঘুষ না বলে বলেন সম্মানী । । খুশি মনে সিদ্ধান্ত নিলেন বাসায় যেয়ে স্ত্রী কে ২০ হাজার ও ছেলে কে ১০ হাজার টাকা দিবেন। বাকিটা নিজে খরচ করবেন।

কিন্তু অসর্তকতার কারনে পথিমধ্যেই টাকাগুলো ছিনতাই হয়ে যায়। উপস্থিত জনতা তাকে বিন্দুমাত্র সাহায্য না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরিশেষে এই সিদ্ধান্তে আসেন যে দেশের লোক বড়ই অসাধু। ১) চোরের উপর বাটপারী বলতে তুমি কি বুঝ? ২) ৫০ হাজার টাকায় এই যুগে কি কি করা যায়? ৩) এই দেশের মানুষ মাহতাব সাহেবের কাছে কেন অসাধু? ৪) ব্যাখা কর “দূর্নীতি অর্থ আয়ের সহজ পন্থা”। # সবুজ সম্প্রতি সরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।

ছোটবেলা থেকে সে শুনে এসেছে সরকারী বিশ্ববিদ্যালয় অনেক ভাল। চমৎকার এইখানকার ছাত্র শিক্ষকেরা। তবে কিছুদিন পর হতাশা তাকে গ্রাস করে। দেখতে না পেলেও শুনতে পায় এখানকার জ্ঞানী শিক্ষররা জ্ঞানচর্চা বাদ দিয়ে দলাদলীতে লিপ্ত। ছাত্ররা বেপোয়ারা।

একদিন সে দেখে একদল ছাত্র পরস্পর কে লাঠি অস্ত্র নিয়ে ধাওয়া করছে। ছাত্রদের হাতে অস্ত্র থাকবে কেন এটা তার মাথায় ঢুকল নাহ। সে ভাবল বাংলা সিনেমার কোন শুটিং চলছে। শুটিং দেখার আশায় কাছে গেলে একটা বড়সর ইটের টুকরা তার মাথার ঠিক উপর দিয়ে চলে গেল। অল্পের জন্য বেচে যাওয়াতে তার উপলব্ধি হল সে কোন গাড্ডায় এসে পরেছে।

১) সবুজের দিকে ছোড়া ইটের বেগের সাথে বাতাসের বেগের তুলনা কর? ২) জ্ঞান চর্চা না দলাদলী, বর্তমান সমাজে কোনটা বেশি উপকারী? ৩) ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ার সাথে বাংলা সিনেমার মিল কোথায়? ৪)স্বপক্ষে যুক্তি দাও, “বর্তমানে মসীর চেয়ে অসির শক্তি বেশি”। # খুরশিদ সাহেব একজন নব্য ইঞ্জিনিয়ার। তার লক্ষ্য দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, স্বপ্ন লোডশেডিং মুক্ত বাংলাদেশ। কিন্তু বিদ্যুৎ খাতে তার অর্জিত জ্ঞান ফলাতে এসে দেখলেন এইখানে চলে হরি লুট । তারপর কুইক রেন্টালে যে পরিমান টাকা কুইক করে খরচ হয়েছে সে পরিমান বিদ্যুৎ পাওয়া যাচ্ছে নাহ।

। তবে তিনি একটা কথা শুনে সবচেয়ে বেশি ধাক্কা খান। তা হল এই দেশে সংসদ থেকে ঘোষনা আসে, দুঘন্টা লোডশেডিং বাধ্যতামূলক । সেই থেকে তিনি তার স্বপ্নটাকে গলা টিপে মেরে ফেলে লোডশেডিং এর মধ্যেই দিন কাটাচ্ছেন। ১) কুইক রেন্টাল সমন্ধে যা জানো লিখো।

২) লোডশেডিং এর ৫টি উপকারিতা বর্না কর। ৩)ব্যাখা কর লোডশেডিং মুক্ত বাংলাদেশ একটা অবাস্তব ধারনা। ৪) রচনা লিখঃ একটি লোডশেডিংময় সন্ধ্যা # বিশ্বব্যাংক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। নানান দেশের বিভিন্ন প্রকল্পে তারা ঋন দিয়ে থাকে। কিন্তু তাদের ঋন পাওয়া এত সহজ নাহ, নানান শর্ত থাকে তার মধ্যে।

সম্প্রতি বাংলাদেশের জনগন এইব্যাপারে ভাল অভিজ্ঞতা লাভ করেছে। অনেক শর্ত ও সরকারের ত্যাগ তিতীক্ষার মধ্যে দিয়ে বিশ্বব্যাংক পদ্মাসেতুতে ঋন দিতে সম্মত হয়ছে। অপরদিকে সোনালী ব্যাংক একটা সরকারী ব্যাংক। ক্ষেত্রবিশেষে নিজ ইচ্ছায় তারা টাকা দিয়ে থাকে। হলমার্ক গ্রুপ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের কাছ থেকে সাড়ে তিনহাজার কোটি টাকা নিয়ে নিয়েছে।

যদিও সোনালী ব্যাংক এই ব্যাপারে মাথা না ঘামিয়ে তাদের মহত্ত্ব প্রমানে চেষ্টা চালিয়েছিল। ব্যাংকের পরিচালনা পর্ষদের এই ব্যাপারে দায় থাকলেও তারা কোনরূপ দায় নিতে চাচ্ছে নাহ। ১) টীকা লিখঃ হলমার্ক গ্রুপ, পদ্মাসেতু। ২) বিশ্বব্যাংক আর সোনালী ব্যাংকের মধ্যে পার্থক্য লিখ। ৩)ব্যাংকের পরিচালনা পর্ষদে কাদের থাকা উচিত বলে তোমার ধারনা।

৪) প্রবন্ধ লিখোঃ দেশের উন্নয়নে সাড়ে তিন হাজার কোটি টাকা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.