আমাদের কথা খুঁজে নিন

   

একটি আলাপচারিতা.....

আমি জন্মগত ভাবেই একজন উৎকৃষ্ট পাঠক । তবে একাকীত্ব কাটানোর জন্য মাঝে মাঝে নিকৃষ্ট মানের লেখাও লিখি । একটা ফ্রেন্ড রিকুয়েস্ট আসলো । সেন্ডার সাবরিনা রিয়া । সাথে একটা মেসেজ- হাই ।

মেয়ের প্রোপাইল ঘুরে আসলাম । প্রোপাইল পিকচারে যে ছবিটা দিয়েছে সেটা যদি মেয়েটার আসল ছবি হয় তবে বলতে হয় মেয়েটা অবশ্যই সুন্দরী !! আমার একটা অভ্যাস, আমার কাছে কোন ফ্রেন্ড রিকুয়েস্ট আসলে সেটা এক্সেপ্ট করে ফেলি । ফেইক অর রিয়েল বিবেচনা করি না । পরে অবশ্য গণহারে ছবিতে ট্যাগানো আরাম্ভ করলে কোন নোটিশ না দিয়েই ব্লক করে দিই । তবে সেটা ভিন্ন ব্যাপার ।

অভ্যাস মত রিকুয়েস্ট এক্সেপ্ট করলাম । কিন্তু মেসেজের রিপ্লে দিলাম না । ফেইক আইডিও হতে পারে । কি দরকার ঝামেলা বাড়িয়ে ? ঘন্টাখানেক পর আবার একটা মেসেজ এল- কি ব্যাপার ? ইনবক্স চেক করেন না নাকি রিপ্লে দিতে কষ্ট লাগে ? এবার আঁতে ঘা লাগলো । রিপ্লে দিলাম- আমার এমবি শেষ নোটিফিকেশন চেক করতে করতে ।

কার্ড স্ট্রিক চলছে । তাই রিচাজও করতে পারছি না । আর এ কারণে টাইমলি রিপ্লে দিতে পারি নি ! ও আবার মেসেজ দিল- তাহলে এখন কিভাবে দিচ্ছ ? আমি উত্তর দিলাম- আমার মোবাইলে এসএমএস নোটিফিকেশন অন করা । তাই কেউ আমাকে মেসেজ দিলে মোবাইলে নোটিফিকেশন আসে । আর মোবাইল থেকে এসএমএস পাঠানোর মত ফেসবুক মেসেজের রিপ্লে দেয়া যায় ।

পার মেসেজ ৫০ পয়সা ! ও অবাক হবার ইমো দিয়ে রিপ্লে করল- তুমি এখন ফেসবুকে না ? আমি বিষন্ন হবার ইমো দিয়ে বললাম- না ! পাল্টা পাল্টি মেসেজ চলছেই..... :- ওহ স্যরি । :- ইটস ওকে । ব্যাপার না । :- কোথায় থাক তুমি ? কি কর ? :- আমি চট্টগ্রামে থাকি । ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইন্জ্ঞিনিয়ারিং এর উপর পড়ছি ।

তুমি কি কর ? কোথায় থাক ? :- ওহ ! তুমি তো আমার চেয়ে অনেক সিনিয়ার । আমি এবার এসএসসি ক্যান্ডিডেট । কুমিল্লায় থাকি । :- সেটাই তো দেখা যাচ্ছে ! :পি ! :- আচ্ছা তোমাকে একটা পার্সোনাল কোইশ্চান জিজ্ঞাসা করি ? মৌনিতা কি তোমার গার্লফ্রেন্ড ? :- হা হা হা ! মৌনিতা ? নিশ্চয় আমার গল্পটাতে পড়েছ ? :- হুম । একটা গ্রুফে পড়েছিলাম ।

কই ? উত্তর তো দিলে না ? :- না । মৌনিতা আমার গার্লফ্রেন্ড না । আসলে এই নামের কাউকে আমি চিনি না । যেটা পড়েছ ওটা জাস্ট একটা গল্প ছিল । ওখানে বাস্তবের সাথে মিল কোন কিছু নেই ।

:- ওফস ! তাহলে তোমার আসল গার্লফ্রেন্ডের নাম কি ? :- আমার কোন গার্লফ্রেন্ড নেই ! :- বিশ্বাস করবো ? :- করতে পার । তোমাকে মিথ্যে বলে আমার কোন লাভ নেই ! :- তাহলে তোমার কে কে আছে ? :- মা বাবা ছোট ভাই আর আমি । চারজনের পরিবার । ছোট পরিবার সুখী পরিবার ! হেঃ হেঃ হেঃ ! আর তোমার পরিবারে কে কে আছে ? :- আমার পরিবারে আমি, আব্বু, আম্মু, আমার বড় ভাই, দাদু, বড় আব্বু, বড় আম্মু আর দুইটা জেঠাতো ভাই আছে । :- গ্রেট ফ্যামেলি ! তোমার বয়ফ্রেন্ড নাই ? :- না ! আমি এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত ।

এসব নিয়ে ভাবি নাই ! :- ওহ । আচ্ছা এই মূহুর্তে রিলেশানে যাবার কোন ইচ্ছা আছে নাকি ? :- কেন ? এটা কেন আক্স করছ ? :- আমার সম্ভাবনা কতটুকু সেটা যাচাই করে দেখছিলাম আরকি :পি !! আসলে আমার সবগুলা ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আছে । কিন্তু আমার নেই ! ওরা যখন গার্লফ্রেন্ডের গপ মারে তখন খুব আফসোস লাগে ! :- ও । তোমার ফ্রেন্ডলিস্টে তো অনেক মেয়ে আছে । ওখান থেকে কেউ একজনকে বানিয়ে ফেল ! :- আমার ফ্রেন্ডলিস্টে যারা আছে তারা সবাই খালি বন্ধু হতে চায় ।

কিন্তু কেউ গার্লফ্রেন্ড হতে চায় না ! তুমি হবা নাকি আমার গার্লফ্রেন্ড ?? :পি :- আমি ?? তোমার সাথে আজকে আমার প্রথম চ্যাট হচ্ছে । তোমাকে চিনি না, জানি না ! কেমনে তোমার গার্লফ্রেন্ড হব আমি ? :- হুম । যুক্তিযুক্ত কথা ! এক কাজ কর । আগে আমরা বন্ধু হই ! একজন আরেকজন সম্পর্কে জানি । এরপর তুমি চাইলে না হয়....... :পি !! :- ঠিক আছে ।

বন্ধু হওয়া যায় ! :- হুম বন্ধু, তো বল, তোমার কেমন ছেলে পছন্দ ? :- আমি আসলে এখনো এ বিষয়টা নিয়ে ভাবিনি । আমাকে একটু সময় দাও । আগে ভেবে নি । তারপর তোমাকে জানাবো । ওকে ? :- ওকে বন্ধু ।

সমস্যা নাই । তোমার নাম্বার দাও ! :পি :- স্যরি বন্ধু । আমার পার্সোনাল নাম্বার তো নাই ! এটা ফ্যামেলির নাম্বার । তুমি ফোন দিলে অনেক সমস্যা হবে । প্লিজ কিছু মনে করো না ! :- না না ! মনে করার কি আছে ? বন্ধুই তো বন্ধুর সমস্যা বুঝবে ।

:- থ্যাংক ইউ বন্ধু । আজকের মত বিদায় দাও । কাল আবার কথা হবে । :- ওকে বিদায় । ভাল থেকো ! এটা যে ফেইক আইডি তাতে কোন সন্দেহ নাই ! আইডি হোল্ডার "যাক, অনেক দিন পর এক মক্কেল পাইছি ! বান্দরের লাহান নাচানো যাবে এরে"- টাইপ ভাবনা ভেবে অনেক মজা পাচ্ছে ।

আর সে অনেক মজা পাচ্ছে এটা ভেবে আমিও অনেক মজা পাচ্ছি !! কারো মুখে হাসি ফোটানোর মজাটাই আলাদা !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.