আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে আইফোন বা আইপ্যাডে সব ফরম্যাট এর ভিডিও চালাবেন বিনামূল্যে

আকাশ ছোঁয়া আর হলো না। আই ওএস ডিভাইসে MP4 ফরম্যাট ছাড়া অন্য ফরম্যাটের ভিডিও চলে না এটা কমবেশি সবাই জানি। অ্যাপস্টোরে কিছু পেইড অ্যাপ আছে যা দিয়ে অন্য সব ফরম্যাটের ভিডিও দেখা যায়। আপনাকে অ্যাপস্টোর থেকে "ডাউনলোডস লাইট" অ্যাপটি ইনস্টল করতে হবে। এই অ্যাপ টি দিয়ে আপনি বিভিন্ন কনটেন্ট ডাউনলোড করতে পারবেন যা আইফোনের ডিফল্ট ব্রাউজার সাফারি দিয়া সম্ভব না।

অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনার কম্পিউটারে আইটিউনস ওপেন করুন। টুলবারে Apps সিলেক্ট করলে নিচে File Sharing এর নিচেই ডাউনলোডস লাইট দেখতে পারবেন। ডানদিকে Add এ ক্লিক করলে যা ভিডিও টি দেখতে যান সেটা ব্রাউজ করে অ্যাড করে নিন। অ্যাপ্লিকেশনের ফাইল ট্যাব এ পাওয়া যাবে ভিডিওটি। কোডেক আর রেজুলেশন ভেদে কোনও কোন ভিডিও ভালো মত চলতে নাও পারে।

ডাউনলোড লিংক: ডাউনলোডস লাইট। র্আরো আপডেটস পেতে লািক করুন ফেসবুক পেজ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.